Advertisment

এএফসি-র বর্ষসেরায় মনোনীত ভারতীয় দলের ক্য়াপ্টেন আশালতা দেবী

ভারতীয় মহিলা ফুটবল দলের ক্য়াপ্টেন লোইটংবাম আশালতা দেবীকে বর্ষসেরা ফুটবলারের জন্য় মনোনীত করল এশিয়ান ফুটবল কনফেডারেশেন (এএফসি)।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashalata Devi nominated for AFC Player of the Year

এএফসি-র বর্ষসেরা ফুটবলারে মনোনীত ভারতীয় দলের ক্য়াপ্টেন আশালতা দেবী

ভারতীয় মহিলা ফুটবল দলের ক্য়াপ্টেন লোইটংবাম আশালতা দেবীকে বর্ষসেরা ফুটবলারের জন্য় মনোনীত করল  এশিয়ান ফুটবল কনফেডারেশেন (এএফসি)।

Advertisment

আশালতা ছাড়া চিনের লি ইং ও জাপানের সাকি কুমাগাই এএফসি প্লেয়ার অফ দ্য় ইয়ারের (উইমেন) মনোনয়ন পেয়েছেন। শুক্রবার টুইট করেই মনোনীতদের বাছাই তালিকা প্রকাশ করেছে এএফসি।

চলতি বছর আশালতা দুরন্ত ফর্মে ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত সাফ চ্য়াম্পিয়ন হয়েছে এবার। ২০২০ টোকিও অলিম্পিকের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডেও যায় দেশের মেয়েরা।

আরও পড়ুন-আর কোনও ক্লাবের কোচিং নয়, এবার ফিফার গুরুদায়িত্বে আর্সেন ওয়েঙ্গার

বছর ছাব্বিশের সেন্ট্রাল ডিফেন্ডার ইন্ডিয়ান উইমেন’স লিগে (আইডব্লিউএল) সেথু এফসি-র হয়ে খেলেন। ঘটনাচক্রে ২০১৮-২০১৯ মরসুমে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সেরা ফুটবলারও নির্বাচিত হন।

এআইএফএফ-কেও এএফসি-র মনোনয়ন পেয়েছে তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের স্বার্থে। ভারত ছাড়াও এই তালিকায় হংকং ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন রয়েছে।

Football AIFF
Advertisment