/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/AD-LEad.jpg)
এএফসি-র বর্ষসেরা ফুটবলারে মনোনীত ভারতীয় দলের ক্য়াপ্টেন আশালতা দেবী
ভারতীয় মহিলা ফুটবল দলের ক্য়াপ্টেন লোইটংবাম আশালতা দেবীকে বর্ষসেরা ফুটবলারের জন্য় মনোনীত করল এশিয়ান ফুটবল কনফেডারেশেন (এএফসি)।
আশালতা ছাড়া চিনের লি ইং ও জাপানের সাকি কুমাগাই এএফসি প্লেয়ার অফ দ্য় ইয়ারের (উইমেন) মনোনয়ন পেয়েছেন। শুক্রবার টুইট করেই মনোনীতদের বাছাই তালিকা প্রকাশ করেছে এএফসি।
#ICYMI: Here are the nominees for #AFCAwards2019!https://t.co/hpgnRga57H
— AFC (@theafcdotcom) November 15, 2019
চলতি বছর আশালতা দুরন্ত ফর্মে ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত সাফ চ্য়াম্পিয়ন হয়েছে এবার। ২০২০ টোকিও অলিম্পিকের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডেও যায় দেশের মেয়েরা।
আরও পড়ুন-আর কোনও ক্লাবের কোচিং নয়, এবার ফিফার গুরুদায়িত্বে আর্সেন ওয়েঙ্গার
Congratulations, @AshalataDevi4 for being nominated for the @theafcdotcom Player of the Year (Women) 2019! ????????#BackTheBlue ???? #ShePower ???? #IndianFootball ⚽ pic.twitter.com/xCsF0Qzb2x
— Indian Football Team (@IndianFootball) November 15, 2019
Playing for India becoming the captain & leading this amazing group of players has been nothing short of a privilege. I'd like to thank coach @maymolrocky.@Chaobadevi1 and all my @IndianFootball teammates for this ????????
Link https://t.co/ScNZJG4AwO#BackTheBlue#shepowepic.twitter.com/H8zvT9HivJ
— Ashalata Devi official (@AshalataDevi4) November 15, 2019
বছর ছাব্বিশের সেন্ট্রাল ডিফেন্ডার ইন্ডিয়ান উইমেন’স লিগে (আইডব্লিউএল) সেথু এফসি-র হয়ে খেলেন। ঘটনাচক্রে ২০১৮-২০১৯ মরসুমে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সেরা ফুটবলারও নির্বাচিত হন।
এআইএফএফ-কেও এএফসি-র মনোনয়ন পেয়েছে তৃণমূল স্তরের ফুটবল উন্নয়নের স্বার্থে। ভারত ছাড়াও এই তালিকায় হংকং ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন রয়েছে।