"অভব্য়তা”র অভিযোগ উঠল অশোক দিন্দার বিরুদ্ধে। দলের বোলিং কোচ ও প্রাক্তন বাংলার ক্রিকেটার রণদেব বসুকে "গালিগালাজ" করায় দল থেকে বাদ পড়েলেন স্টার পেসার অশোক দিন্দা।
বুধবার ইডেন গার্ডেন্সে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচের আগেই টিম থেকে ছাঁটাই করা হয়েছে মেদিনীপুরের ৩৫ বছরের ক্রিকেটারকে। দিন্দার অনুপস্থিতিতে বাংলা ষোলোর পরিবর্তে ১৫ জনের দলই বেছে নিয়েছে।
আরও পড়ুন-Merry Christmas 2019 Wishes: বাইশ গজের মহারথীরা কী বলছেন বিশেষ দিনে?
বাংলার অভিজ্ঞ পেসারের ১১৬টি প্রথম শ্রেণির ম্য়াচে রয়েছে ৪২০টি উইকেট। মঙ্গলবার অন্ধ্রর বিরুদ্ধে প্রাক-ম্য়াচ প্রস্তুতিতে রণদেবকে তিনি গালিগালাজ করেছেন বলেই অভিযোগ। এরপর সন্ধ্য়ায় সিএবি-র বৈঠকে দিন্দাকে দল থেকে বাদ দেওয়া হয়। শূঙ্খলাজনিত কারণেই এই সিদ্ধান্ত বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
আরও পড়ুন-ক্লপের আদর্শে মোহিত ফাফ, লিভারপুলের ম্য়ানেজারের ফ্য়ান হয়ে গেলেন প্রোটিয়া ক্য়াপ্টেন
দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলার কোচ অরুণ লাল বলেছেন, “রণদেব বসুকে গালিগালাজ করেছিল দিন্দা। এরপর সিএবি-র সচিব দিন্দাকে বলে রণদেবের কাছে ক্ষমা চাইতে। কিন্তু দিন্দা সেটা করেনি। যেটা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক। ওর মতো সিনিয়র প্লেয়ারের থেকে এটা কাঙ্খিত নয়। ইডেনের এই সবুজ পিচে ওকে আমাদের অত্য়ন্ত প্রয়োজন ছিল। এই ম্য়াচে ওকে আমরা চেয়েছিলাম। আমি এদিন একটু আগেই প্র্যাকটিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি যখন বাড়ি ফিরি তখন এই খবরটা শুনি। এখন পুরো পরিকল্পনাটাই ঘেঁটে গেল। যদিও খেলা চলবে কেউ অপরিহার্য নয়। আমি অবশ্য়ই সিএবি-র এই সিদ্ধান্ত সমর্থন করি। ”
Read full story in English