কপালে চোট পেলেন অশোক দিন্দা। সোমবার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস ম্যাচে আহত হন বাংলার অভিজ্ঞ পেসার। মনোজ তিওয়ারি অ্যান্ড কোং-এর সামনে মুস্তাক আলি চ্যাম্পিয়নশিপ। সেই উপলক্ষ্যেই টোয়েন্টি-টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন দিন্দারা। ব্যাটসম্যান বীরেন্দ্র বিবেক সিংকে কট অ্যান্ড বোল করার জায়গায় ছিলেন দিন্দা। তখনই ক্যাচ ধরতে গিয়ে হাত ফসকে বল এসে তাঁর কপালে সজোরে আঘাত করে। চোট পেয়েই মাঠে লুটিয়ে পড়েন দিন্দা।
আঘাতের পরেই দিন্দার সতীর্থরা ও সাপোর্টিং স্টাফরা ছুটে আসেন মাঠে। পরে ইডেনের মেডিক্যাল স্টাফরাও তাঁর পরিচর্যা করেন। তবে মনোজদের দলের সুখবর যে, দিন্দার চোট সেরকম গুরুতর নয়। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আপাতত দু'টো দিন বিশ্রামে থাকার পরেই মাঠে নামতে পারবেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিএবি-র এক আধিকারিক জানিয়েছেন, " দিন্দা একদম ঠিক আছে। ও ড্রেসিংরুমে ফিরে আসার আগে ওভারটা শেষ করেই মাঠ ছেড়েছে। আগাম সতর্কতার জন্য আমরা ওর স্ক্যান করিয়েছি। ভয়ের কোনও ব্যাপার নেই। দু'দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে।"
আরও পড়ুন: রঞ্জি ট্রফি বিদর্ভের ঘরে, দু ইনিংস মিলিয়ে ১ রান পূজারার
২০১১ সালে শেষবার বাংলা মুস্তাক আলি ট্রফি জেতে। শেষ এক দশকেরও বেশি সময় ধরে বাংলা দলের অবিচ্ছেদ্য অঙ্গ দিন্দা। ২০১০-২০১৩-র মধ্যে দিন্দা দেশের জার্সিতে ১৩টি ওয়ান-ডে ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি কটকের বারাবটি স্টেডিয়ামে মুস্তাক আলির অভিযান শুরু করছে বাংলা। গ্রুপ ডি-তে রয়েছে তারা। প্রথম ম্যাচে মিজোরামের বিরুদ্ধে খেলবে বাংলা। শেষ মরসুমে বাংলা সুপার লিগে গ্রুপ বি-তে তিন নম্বরে শেষ করেছিল।