Advertisment

Ashwin criticised Suryakumar: সূর্যকুমার তো ব্যাটই করতে পারছে না! সোজা কথায় বড় সমালোচনা এবার অশ্বিনের

Suryakumar Yadav's form: সূর্যকুমার যাদবের ফর্ম একটা বড় উদ্বেগের ব্যাপার হয়ে উঠেছে। রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে ভারতের টি২০ অধিনায়কের ব্যাটিংয়ের ধরন বদলানোর সময় হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravichandran Ashwin-Suryakumar Yadav: রবিচন্দ্রন অশ্বিন ও সূর্যকুমার যাদব

Ravichandran Ashwin-Suryakumar Yadav: রবিচন্দ্রন অশ্বিন ও সূর্যকুমার যাদব। (ফাইল ছবি)

Suryakumar Yadav's form: ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সমালোচনায় এবার সরব হলেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন যে, সূর্যকুমার যাদবের ফর্ম বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সূর্য মোটেই ভালো খেলতে পারছেন না। খারাপ ফর্মের গেরো থেকে বের ভারতীয় টি২০ দলের অধিনায়ককে তাঁর ব্যাটিংয়ের ধরন বদলাতে হবে। 

Advertisment

৫ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এই ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর দল জিতলেও ডানহাতি ব্যাটার ৫ ম্যাচে মাত্র ২৮ রান করেছেন। তাঁর স্কোর- ০, ১২, ১৪, ০ ও ২। আর, সেই কারণেই ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের ধরন বদলানোর সময় এসেছে।

গোটা সিরিজেই ভারতীয় টি২০ দলের অধিনায়ক ফ্লিক শট খেলতে গিয়ে উইকেট খুইয়েছেন। সঞ্জু স্যামসনের মতই- জোফ্রা আর্চার, মার্ক উড ও ব্রাইডন কার্সের গতির কোনও উত্তর সূর্যকুমার যাদবের কাছে ছিল না। অশ্বিন মনে করেন, এই কারণেই সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের কায়দা বদলানো উচিত।

এই প্রসঙ্গে অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেল ‘আশ কি বাত’-এ বলেন, সমস্যা হল সূর্যকুমারের ব্যাটিং। এই সিরিজে তাঁর অধিনায়কত্ব সত্যিই ভালো হয়েছে। তাঁর অধিনায়কত্বও গুরুত্বপূর্ণ। তবে তাঁর ব্যাটিং আরও উন্নত করা প্রয়োজন। সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার (স্কাই) একই ধরনের বলে আউট হচ্ছে। ওঁদের বিরুদ্ধে একই ধরনের ফিল্ডিং থাকছে। একই ধরনের শট ওঁরা মারতে চেষ্টা করছে। একই ভুল করছে। আর একই কায়দায় আউট হচ্ছে।

Advertisment

অশ্বিন আরও বলেন, 'আমি ধরছি যে এটা ১-২ টো ম্যাচে হচ্ছে। এটা হতেই পারে। কিন্তু,  খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলা উচিত। আমাদের ব্যাটারদের আরও পোক্ত হতে হবে।' অশ্বিন আরও বলেন, 'আমি ধরছি যে এটা ১-২ টো ম্যাচে হচ্ছে। এটা হতেই পারে। কিন্তু,  খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলা উচিত। আমাদের ব্যাটারদের আরও পোক্ত হতে হবে।' অশ্বিন মনে করেন যে সূর্যকুমার যাদবের দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার। তাঁর নামে ৪টি টি২০ সেঞ্চুরি আছে। কিন্তু, তারপরও গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজের পর থেকে মুম্বই ব্যাটারের তেমন রান নেই।

তারপরও অশ্বিন মনে করেন যে, সূর্যকুমার খুব অভিজ্ঞ খেলোয়াড়। সে আরও ভালো খেলতেই পারে। কিন্তু, এজন্য ভারতের টি২০ দলের অধিনায়ককে আত্মানুসন্ধান করতে হবে। তাহলেই সূর্যকুমার কোনটা ঠিক তা বুঝতে পারবেন। অশ্বিন বলেন, 'সূর্যকুমার যাদব খুবই অভিজ্ঞ খেলোয়াড়। একজন ডায়নামিক ব্যাটার। কিন্তু, এখন ওঁর ব্যাটিংয়ের ধরন বদলানোর সময় এসেছে।'

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ৫ম তথা শেষ টি২০ ম্যাচে অভিষেক শর্মা ৫৪ বলে ১৩৫ রান করেছেন। তাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ১৫০ রানের বিশাল জয় নিশ্চিত হয়েছে। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল বর্তমানে ভারতের টি২০ দলে নেই। এই জুটি আবার ভারতের টি২০ একাদশে জায়গা পাবে কি না, তা কেবল সময়ই বলতে পারে।

আরও পড়ুন- বাস ড্রাইভারের ট্যাকটিক্সেই কোহলিকে আউট, বড় স্বীকারোক্তি সাংগোয়ানের

অশ্বিন বলেন, 'আমাদের কাছে প্রচুর সম্পদ। তারপরও আমাদের এত অভাব কেন? এই অভাব দূর করতে চলুন আমরা বরং সেরা দল বেছে নিই। এই দলে যশস্বী জয়সওয়ালও জায়গা পেতে পারত। কিন্তু, অভিষেক শর্মার ইনিংস সকলের নজর কেড়ে নিয়েছে। অভিষেক এত সুন্দর ব্যাটসম্যান যে ক্রিকেটকে সহজ করে তোলা। ওঁর ওপর থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া তাই কঠিন।'

cricket Ravichandran Ashwin Cricket News T20 Suryakumar Yadav Suryakumar Yadav
Advertisment