Advertisment

কোহলিহীন ভারতকেও যথেষ্ট সমীহ করছেন পাক অধিনায়ক

পাক অধিনায়ক সাফ বলে দিলেন যে, কোহলির অনুপস্থিতি ভারতীয় দলে সেভাবে কোনও প্রভাব ফেলবে না। সরফরাজ রীতিমতো সমীহ করছেন এই টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sarfraz Ahmed and Virat Kohli

কোহলিহীন ভারতকেও সমীহ করছেন পাক অধিনায়ক

রাত পোহালেই মরুশহরে মহারণ। এশিয়া কাপের মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ২০১৭-র ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল এই দুই দেশ। লন্ডনের কেনিংটন ওভালে বিরাট কোহলির ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের পাকিস্তান। তারপর আবার দেখা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বীর। পাক অধিনায়ক সাফ বলে দিলেন যে, কোহলির অনুপস্থিতি ভারতীয় দলে সেভাবে কোনও প্রভাব ফেলবে না। সরফরাজ রীতিমতো সমীহ করছেন টিম ইন্ডিয়াকে।

Advertisment

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্য এই পাক পেসারের

হাইভোল্টেজ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক অধিনায়ক। তিনি বললেন, “কোহলি নিঃসন্দেহে বিশ্বমানের ব্যাটসম্যান ও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। কিন্তু কোহলিকে ছাড়াও ইন্ডিয়া ভাল দল। এই টিমে দুর্দান্ত সব প্লেয়ার রয়েছে যারা অতীতে ভারতের জন্য ভাল করেছে। আমার মনে হয় না, কোহলির অনুপস্থিতি দলে সেভাবে কোনও প্রভাব ফেলবে।''

পাকিস্তানি পেসার হাসান আলি বলেছিলেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির হারের জন্যই চাপে থাকবে ভারত। শুধু হাসান আলিই নন, আরেক পাক পেসার উসমান খানও বলেছিলেন যে, মরুশহরের আবহাওয়া ও পিচের সঙ্গে তাঁরা পরিচিত। ফলে এটাও তাঁদের অ্যাডভান্টেজ হতে চলেছে এই ম্যাচে।  কিন্তু সরফরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা মাথায় রাখতে চান না। বললেন, “লন্ডন আর এখানকার আবহাওয়া আলাদা। ওটা ইতিহাস হয়ে গিয়েছে। এক বছর আগের ঘটনা। এখানে আমরা নতুন স্ট্র্যাটেজি নিয়েই নামব।” অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন যে, ম্যাচটা ফিফটি-ফিফটি হতে চলেছে। তিনিও জানিয়ে দিয়েছেন যে, কোহলি কোনও ফ্যাক্টর হবে না। এই দলটা ভাল।

Advertisment