/indian-express-bangla/media/media_files/2025/07/28/indian-crricket-team-2025-07-28-10-04-22.jpg)
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে জল্পনা তুঙ্গে
India vs Pakistan: ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে যথেষ্ট রাজনৈতিক টানাপোড়েন চলছে। ইতিমধ্যে ঘোষিত হয়েছে ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি। এই সূচি অনুসারে ভারত এবং পাকিস্তানকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। এই ব্যাপারে বিসিসিআই (BCCI) কী সিদ্ধান্ত গ্রহণ করছে, সেদিকেই আপাতত সকলের নজর রয়েছে। গোটা দেশজুড়ে ক্রিকেট সমর্থকদের মনে যে প্রশ্নের ঝড় উঠেছে, সেই জবাবটা বিসিসিআই কোথাও না কোথাও পরোক্ষভাবে দিয়ে দিয়েছে। একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে বিসিসিআই প্রতিনিধিরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকে ২০২৫ এশিয়া কাপ নিয়েই আলোচনা করা হয়। এই আলোচনায় সম্মতি জানিয়েছে বিসিসিআই-ও। এই পরিস্থিতি ভারত-পাকিস্তান ম্য়াচ থেকে বিসিসিআই আর মুখ ফেরাতে পারবে না। নির্দিষ্ট কর্মসূচি অনুসারে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই পরিস্থিতিতে বোর্ড নির্দিষ্ট কর্মসূচি থেকে পিছু হটতে পারবে না।
গ্রুপ এ-তে রয়েছে টিম ইন্ডিয়া
২০২৫ এশিয়া কাপের গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। ভারত এবং পাকিস্তানের মধ্যে আগামী ১৪ সেপ্টেম্বর ম্য়াচ আয়োজন করা হয়েছে। লিগ পর্বেই এই ম্য়াচটি খেলা হবে। এশিয়া কাপের কর্মসূচি গৃহীত হওয়ার পর থেকে পাকিস্তান ম্য়াচ নিয়ে বিসিসিআই আর একটাও কথা বলছে না। বিগত কয়েকমাস ধরে এই জল্পনা চলছিল যে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়া আদৌ খেলতে নামবে কি না। কিন্তু, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি ১৭তম এশিয়া কাপের তারিখ ঘোষণা করেছেন।
Asia Cup 2025 Full Fixture: এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ
টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৬ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই আসন্ন এশিয়া কাপ ২০ ওভারের ফরম্য়াটে খেলা হবে। এই প্রথমবার এশিয়া কাপে আটটি দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তানকে গ্রুপ এ-তে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের সঙ্গে রাখা হয়েছে। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। প্রত্যেক গ্রুপের শীর্ষ ২ দল সুপার ফোর রাউন্ডে নাম লেখাবে। এরপর ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান মোট ৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।