Asia Cup 2025 Full Fixture: এশিয়া কাপে ৩ বার মুখোমুখি ভারত-পাকিস্তান? বুঝে নিন গোটা সমীকরণ

Asia Cup 2025 Full Schedule: আগামী সেপ্টেম্বর মাস থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Asia Cup 2025 Full Schedule: আগামী সেপ্টেম্বর মাস থেকে বসতে চলেছে ২০২৫ এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (2)

শাহিন শাহ আফ্রিদি এবং হার্দিক পান্ডিয়া

Asia Cup 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ২০২৫ এশিয়া কাপ খেলতে নামবে। শনিবার (২৬ জুলাই) এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। অনেকদিন পর ফের একবার ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সূচি প্রকাশ্যে আসার পর ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচের তারিখেও এবার সিলমোহর পড়ে গেল। এই টুর্নামেন্টে মোট ৩ বার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। সেকারণে আপাতত এই টুর্নামেন্টের উপরেই সকলের নজর রয়েছে।

Advertisment

১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান ম্য়াচ

২০২৫ এশিয়া কাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। অন্যদিকে, গ্রুপ বি-তে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার পাশাপাশি রয়েছে হংকং ক্রিকেট দলও। এই আটটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরপর দুটো গ্রুপ থেকে শীর্ষ ২ দল সেমিফাইনাল খেলতে নামবে। সেমির লড়াইয়ে বিজয়ী ২ দলের মধ্যে আয়োজন করা হবে ফাইনাল ম্য়াচ। নতুন সূচি অনুসারে, আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান গ্রুপ পর্বে একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এছাড়া টিম ইন্ডিয়া ১০ সেপ্টেম্বর খেলবে ওমানের বিরুদ্ধে। আর আগামী ১৯ সেপ্টেম্বর খেলতে নামবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।

Advertisment

Asia Cup 2025 Updates: এশিয়া কাপ বয়কট করবে ভারত? হাত মিলিয়ে 'শকুনির চাল' পাকিস্তান-বাংলাদেশের!

সুপার ৪-এও হতে পারে ভারত বনাম পাকিস্তান লড়াই

টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আরও একটি ম্য়াচ আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোর রাউন্ডে আয়োজন করা হতে পারে। কারণ, এই দুটো দলেরই পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত বলে ধরা যেতে পারে। এর পাশাপাশি দুটো দল যদি ভাল পারফরম্য়ান্স করতে পারে, তাহলে ফাইনাল ম্য়াচেও দেখা যেতে পারে ভারত বনাম পাকিস্তান লড়াই।

Asia Cup 2025: ভারত-পাকিস্তান মহারণ এবার মরুদেশে! এশিয়া কাপে বড় চমক, জানুন কোথায় হবে রুদ্ধশ্বাস লড়াই

প্রসঙ্গত, আগামী ২৮ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে টিম ইন্ডিয়ার টি-২০ রেকর্ড একেবারে নজরকাড়া নয়। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর যে যথেষ্ট চাপে থাকবেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Indian Cricket Team Asia Cup 2025 India vs Pakistan