U19 Asia Cup, India U19 vs Pakistan U19: জলে গেল ১০ নম্বর এনানের মরণপন লড়াই! ভারতকে গো-হারান হারাল পাকিস্তান

U19 Asia Cup 2024: ভারতকে হারিয়ে বিরাট জয় পাকিস্তানের, উল্লাস শুরু পড়শি দেশে। রোহিতদের সম্মান একলহমায় ডুবিয়ে দিয়ে কলঙ্কের হার ভারতের ছোটদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Pakistan, ভারত, পাকিস্তান,

India-Pakistan: পাকিস্তানের ছোটদের কাছে প্রথম ম্যাচে হার ভারতের। (ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল)

India U19 vs Pakistan U19 match report:  চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের মধ্যেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত পরাজিত হল। প্রথমে ব্যাট করে পাকিস্তান জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতের সামনে। সেই রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতই ধসে পড়ল ভারতীয় ব্যাটিং।

Advertisment

বেশ কিছুদিন ধরেই ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় থাকা আলি রাজা শনিবার সামনে থেকে পাকিস্তানের বোলিংকে নেতৃত্ব দেন। ডানহাতি পেসার ভারতীয় ব্যাটারদের ওপর প্রথম থেকেই চাপ তৈরি করেন। তাতে পাকিস্তানের অন্য বোলাররাও বিশেষ সুবিধা পেয়ে যান। আলি ৩টি উইকেট নিয়েছেন। তাঁর সঙ্গী আবদুল সুবহান ও ফাহাম-উল-হক ২টি করে উইকেট নিয়েছেন। নাভিদ আহমেদ খান আজকের ম্যাচে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী নিখিল কুমারের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন। ব্যাটে ৬১ রান করা পাকিস্তানের মহম্মদ উসমান অলরাউন্ডার হিসেবে বলহাতে ভারতের ১টি উইকেটও নিয়েছেন।

ভারতের হয়ে, নিখিল কুমার সর্বোচ্চ ৬৭ রান করেন। তিনি ৬টি চার এবং ৩টি ছয় মেরেছেন। এর আগে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত শুরু করে। ১৬০ রানের জুটি গড়ে। ওপেনার শাহজেব খান ১৪৭ বলে ৫টি চার এবং ১০টি ছয়ের সাহায্যে ১৫৯ রান করেন। যুব একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এদিন ভাঙলেন শাহজেব। 

আরও পড়ুন- ১৩ শচীন-সৌরভ-কোহলিকে এক লহমায় অস্বীকার! ১৩ বছরেই কোটিপতি বৈভবের আদর্শ বিদেশি তারকা

Advertisment

উসমান ৬০ রানে আউট হন। উসমান ও শাহজেবের পর পাকিস্তানের মহম্মদ রিয়াজই একমাত্র ব্যাটসম্যান যিনি ডাবল ফিগারের স্কোর করেছেন। তারপরও পাকিস্তান ৭ উইকেটে তোলে ২৮১ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সমর্থ নাগরাজ। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের কাছে ২১ রানে হেরে গিয়েছে পাকিস্তান। তাদের হারুন আরশাদ ওই ম্যাচে ৫৯ বলে ৭০ রান করেছিলেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি পাকিস্তানের। শনিবারের জয়ের পর, পাকিস্তান তার পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। তারপরে ৪ ডিসেম্বর জাপানের মুখোমুখি হবে।

cricket Asia Cup Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team