Vaibhav Suryavanshi idolises Brian Lara ahead of IND u19 vs PAK u19: সৌদি আরবের জেড্ডায় সাম্প্রতিক আইপিএল ২০২৫ মেগা নিলামের আসর বসেছিল। সেখানে রাতারাতি সর্বকনিষ্ঠ কোটিপতি হয়ে উঠেছেন বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যা সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৩ বছর বয়সি ব্যাটারকে আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় কিনেছে। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁর রেকর্ড-ব্রেকিং চুক্তির পরই, বৈভব সূর্যবংশী আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছেন।
নিলামে তাঁকে নিয়ে আলোড়নের মধ্যেই বৈভব জানিয়েছেন, তিনি এশিয়া কাপ নিয়েই এখন বেশি ভাবছেন। যদিও প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স মোটেও ভালো হয়নি। তারপরও ক্রিকেট সম্প্রদায়ের একাংশ এই কিশোরের আশ্চর্য উত্থানে বিস্মিত। মিডিয়ার মনোযোগও তাঁর দিকে। তার মধ্যেই বৈভব জানিয়েছেন, তিনি এই সব গণমাধ্যমের আকর্ষণ নিয়ে মোটেও আবেগতাড়িত নন। বরং, এখন তাঁর লক্ষ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের জয়।
এই ব্যাপারে সংবাদমাধ্যমে বৈভব বলেছেন, 'আমি আমার খেলার দিকে বেশি মনোযোগ দিতে চাই। আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা নজর দিচ্ছি না। আমার চারপাশে যা ঘটছে তাতে আমি বিচলিত নই। আমার বর্তমান ফোকাস এশিয়া কাপ এবং কীভাবে আমরা ট্রফি জিততে পারি, সেদিকেই। এটাই এখন আমার লক্ষ্য।'
সম্প্রতি, সূর্যবংশী লাল বলের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ স্তরে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। তবে, সেদিকে না ভেবে তিনি এখন সাদা বলের ক্রিকেটে আরও একটি শতরান পেতে চান। কিশোর খেলোয়াড় এই ব্যাপারে বলেছেন, 'অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে আমার বেশ আনন্দ লেগেছে। লাল বলের ক্রিকেট খেলাটা আমার কাছে এক বিরাট অভিজ্ঞতা। এবার আমি সাদা বলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে অত্যন্ত খুশি।'
Vaibhav Sooryavanshi gears up for the big stage 🌟
— Sony Sports Network (@SonySportsNetwk) November 30, 2024
🗣️ Hear from India’s rising star as the action unfolds against Pakistan 🎤 #SonySportsNetwork #NextGenBlue #AsiaCup #NewHomeOfAsiaCup #INDvPAK pic.twitter.com/PLG8UlvB6i
ভারতে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা থাকলেও ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাই তাঁর আইডল বলেই বৈভব জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রায়ান লারার খেলা দেখে তিনি অনুপ্রাণিত। তিনি এখন লারার মতই নিজের দক্ষতা বাড়াতে চান। এটা করার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এই ব্যাপারে বৈভব বলেছেন, 'ব্রায়ান লারা আমার আইডল। আমি ওঁর মত খেলার চেষ্টা করি। বাকিটা আমার যেটুকু দক্ষতা আছে, সেটা দিয়ে সামলাই। আমি লারার মত হতে চাই।'
আরও পড়ুন- ওঁকে সবাই ভুল বুঝছে... 'মহারাজা' এবার গম্ভীরের পাশে, করলেন বড় বয়ান
বৈভব মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে ২০২৪ সালের জানুয়ারিতে বিহারের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে পা রাখেন। গত মাসে, তিনি চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ ম্যাচে খেলেছেন। সেখানে ৫৮ বলে সেঞ্চুরি করেছেন। তার ৫টি প্রথম-শ্রেণির ম্যাচে, বৈভব এখনও পর্যন্ত ১০০ রান করেছেন। সর্বোচ্চ রান ৪১। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি বিহারের প্রতিনিধিত্ব করেছেন। গত ২৩ নভেম্বর রাজস্থানের বিরুদ্ধে তার টি২০ অভিষেক হয়েছে। বর্তমানে বৈভব অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলছেন।