Advertisment

কোহলিহীন ভারত চাপে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে: হাসান আলি

প্রতীক্ষার ১২ দিন। তারপরেই ফের বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান। আগামী ১৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চিরাচরিত ইন্দো-পাক প্রতিদ্বন্দ্বীতা। সৌজন্যে এশিয়া কাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

কোহলিহীন ভারত চাপে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে: হাসান আলি

প্রতীক্ষার ১২ দিন। তারপরেই ফের বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান। আগামী ১৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চিরাচরিত ইন্দো-পাক প্রতিদ্বন্দ্বীতা। সৌজন্যে এশিয়া কাপ।

Advertisment

গতবছর শেষবার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। ২০১৭-র ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল এই দুই দেশ। লন্ডনের কেনিংটন ওভালে বিরাট কোহলির ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরজ আহমেদের পাকিস্তান। আর এই হারের জন্যই চাপে থাকে ভারত। এমনটাই মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিন উইকেট নেওয়া পাক পেসার হাসান আলির।

আরও পড়ুন: ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান, দেখে নিন এশিয়া কাপের সম্পূর্ণ সূচি

গদ্দাফি স্টেডিয়ামে প্রাক টুর্নামেন্ট সাংবাদিক বৈঠক করেছে পাকিস্তান। সেখানে এসে হাসান বলছেন, “এই মুহূর্তে আমরা ভাল খেলছি। গতবারের হারের জন্যই চাপে থাকবে ভারত। আরব আমির শাহিতে আমরা দীর্ঘদিন ধরে খেলছি। ফলে এখানকার আবহাওয়ার সঙ্গে আমরা পরিচিতি। আমাদের একটা হোম অ্যাডভান্টেজ আছে। ভারত নিঃসন্দেহে ভাল দল। আমি চাইব দশটা উইকেটই নিতে।”

এশিয়া কাপে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড। ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে। কোহলির অভাব কেউ পূরণ করতে পারবে না বলেই মত হাসানের। তাঁকে বল করতে পারবেন না-বলেও আক্ষেপ রয়েছে হাসানের। তিনি বললেন, “কোহলি ভালো প্লেয়ার। সবাই জানে ও ম্যাচ-উইনার। যদিও কোহলির অবর্তমানেও ভারত ভাল টিম। কিন্তু ওর না-থাকাটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। ও যে কোনও সময় দলকে চাপমুক্ত করতে পারে। সেটা নতুন কোনও ক্রিকেটারের পক্ষে করা সম্ভব নয় বলেই আমার মত। আমি অবশ্যই কোহলির অভাব অনুভব করব। সব তরুণ বোলারই ওর উইকেট চায়। কিন্তু কিছু করার নেই, ও আসছে না। পরেরবার ওর উইকেট নেওয়ার চেষ্টা করব।

pakistan India Asia Cup
Advertisment