Advertisment

জাদেজা নেই, আউট রাহুল! পাক ম্যাচে রবিবার ভারতের এগারোয় পরপর চমকের ইঙ্গিত

ভারত বনাম পাকিস্তান ম্যাচে টিম ইন্ডিয়ায় বেশ কিছু বদল ঘটতে পারে। বাদ পড়তে পারেন কেএল রাহুল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রবিবার হাড্ডাহাড্ডি মহারণে ভারত-পাকিস্তান। এশিয়া কাপে প্ৰথম ম্যাচেই ভারতের কাছে হারতে হয়েছিল পাক বাহিনীকে। এবার সুপার-ফোরে দুই চিরপ্রতিদ্বন্দী দল মুখোমুখি। বদলার ম্যাচ পাকিস্তানের কাছে।

Advertisment

ফাইনালে ওঠার লড়াইয়ে স্বস্তিতে নেই ভারত-ও। একের পর এক বদলের ইঙ্গিত থাকছে টিম ইন্ডিয়ার। রবীন্দ্র জাদেজা চোট পেয়ে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। তাঁর জায়গায় স্কোয়াডে এসেছেন অক্ষর প্যাটেল। পরের মাসে জাদেজার বিশ্বকাপে অংশগ্রহণও অনিশ্চিত।

আরও পড়ুন: করোনা শেষ, তবু কেন মাস্ক পরে অনুশীলন কোহলির! নতুন রহস্য ভারতীয় ক্যাম্পে

ভারতের সমস্যা বাড়াচ্ছে জাদেজার অনুপস্থিতি। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে জাদেজা এশিয়া কাপের প্ৰথম দুই ম্যাচেই নজর কেড়েছেন। প্ৰথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারে ২৯ বলে ৩৫ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বোলার জাদেজা ত্রাতা হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার।

আবেশ খান, আর্শদীপ সিং দুজনেই খরুচে প্রমাণিত হয়েছিলেন হংকং ম্যাচে। নিজেদের ৮ ওভারের কোটায় ৯৭ রান খরচ করেছিলেন। সেই সময়েই জাদেজা বল হাতে হংকংয়ের ইনিংস নিয়ন্ত্রণ করেন ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে। তুলে নেন একটি উইকেটও। এছাড়াও সরাসরি থ্রো-য়ে হংকং ক্যাপ্টেন নিজাকাত খানকে আউট করেছিলেন তারকা।

জাদেজা ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম একাদশে অতিমেটিক চয়েস অক্ষর প্যাটেল। মাঝের ওভারে যেমন বল হাতে টাইট বোলিং করতে পারেন, তেমন লোয়ার অর্ডারে ব্যাটিংও করেন। টিম ইন্ডিয়ার সামনে অন্য চয়েস হিসাবে রয়েছেন দীপক হুডা। তবে হুডাকে প্ৰথম একাদশে থাকতে হলে পুরো চার ওভারের কোটায় বোলিং করতে হবে। তিনি হাত ঘোরাতে পারলেও নিয়মিত বোলিং করেন না। পাকিস্তানের মত হাইভোল্টেজ ম্যাচে তাই দীপক হুডাকে নামিয়ে কি ঝুঁকি নেবে টিম ম্যানেজমেন্ট, প্রশ্ন রয়েই যাচ্ছে।

আরও পড়ুন: লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন সৌরভ! প্রবল ধাক্কা খেল গ্ল্যামারাস টুর্নামেন্ট

ভারতের নির্বাচনের অন্য বিষয় কেএল রাহুলের অফ ফর্ম। প্ৰথম দুই ম্যাচেই রানের দেখা পাননি তারকা। আউট হয়ে ফিরেছেন অল্প রানে। এমন অবস্থায় পাক ম্যাচে বাদ দেওয়া হতে পারে তারকাকে। সেক্ষেত্রে ঋষভ পন্থকে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে নামিয়ে ফাটকা খেলতে পারে টিম ম্যানেজমেন্ট। প্ৰথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পন্থকে বাইরে রাখা হয়েছিল। সুযোগ দেওয়া হয় দীনেশ কার্তিককে।

হংকং ম্যাচে পন্থকে ফেরানো হয়েছিল। যদিও যা বিশ্রামে থাকা হার্দিকের জায়গায়। এমন অবস্থায় পন্থকে ওপেনিংয়ে নামিয়ে কম্বিনেশন দেখে নিতে পারেন কোচ রাহুল। পন্থ এবং কেএল রাহুল দুজনকেই বাইরে রাখা হলে সূর্যকুমার যাদব অথবা বিরাটকেও ইনিংসের শুরুতে নামিয়ে দেওয়া হতে পারে।

আবার দীনেশ কার্তিককে বাইরে রেখে পন্থকে জায়গা করে দেওয়া হতে পারে। পাকিস্তানের দুই স্পিনার শাদাব খান এবং মহম্মদ নওয়াজকে পাল্টা দেওয়ার জন্য টিম ইন্ডিয়ার ঋষভই সেরা বাজি হতে পারেন।

সবমিলিয়ে মেগা ম্যাচে ভারতের প্ৰথম একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
কেএল রাহুল/ ঋষভ পন্থ, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা/ অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, জুজবেন্দ্র চাহাল

Ravindra Jadeja Rishabh Pant KL Rahul Pakistan Cricket Indian Cricket Team Axar Patel
Advertisment