Advertisment

এশিয়াডে ইতিহাস লিখে পদক নিশ্চিত করলেন সাইনা

বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ইস্তানন রাতচানককে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠে নজির গড়লেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
Saina Nehwal

এশিয়াডে ইতিহাস লিখে পদক নিশ্চিত করলেন সাইনা

রবিবাসরীয় এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন সাইনা নেহওয়াল। বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ইস্তানন রাতচানককে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠে নজির গড়লেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।

Advertisment

এদিন প্রথম গেমে ৩-৮ পিছিয়ে থেকেও থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী রাতচানককে ২১-১৮, ২১-১৬ হারালেন তিনি। ৪২ মিনিটের লড়াইয়ে সানিয়া ধরাশায়ী করলেন তাঁকে। সম্প্রতি রাতচানকের বিরুদ্ধে সাইনার রেকর্ড রীতিমতো ভাল। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়ান মাস্টার্সের পর এবার এশিয়াডেও তাঁকে হারালেন। শেষ পাঁচবারের সাক্ষাতেই চারবারই হাসি মুখে কোর্ট ছেড়েছেন সাইনা।

আরও পড়ুন: ক্যারোলিনার র‌্যাকেটে সাইনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ

এশিয়ান গেমসে ব্যাডমিন্টন থেকে এর আগে কোনও মহিলাই পদক পাননি। সেটাই করে দেখালেন সাইনা। ১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদক আসছে ভারতের। শেষ চারে সাইনার প্রতিদ্বন্দ্বী তাই জু ইং।

২০১৫-তে সাইনা কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন। প্রকাশ পাড়ুকোনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন তিনি। সাইনা একমাত্র ভারতীয় যিনি বিডব্লিউএফ-এর প্রতিটি বড় জুনিয়র ইভেন্ট জিতেছেন। এর মধ্যে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক রয়েছে। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সাইনা অলিম্পিকে পদক জেতারও নজির গড়েন।

Asian Games
Advertisment