ক্যারোলিনার র‌্যাকেটে সাইনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ

শুক্রবার চিনের নানজিংয়ে ৩১ মিনিটের মধ্যে সাইনার বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে দিলেন ক্যারোলিনা। স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দিলেন সাইনাকে। মারিনের জিতলেন ৬-২১, ১১-২১ ব্যবধানে।

শুক্রবার চিনের নানজিংয়ে ৩১ মিনিটের মধ্যে সাইনার বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে দিলেন ক্যারোলিনা। স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দিলেন সাইনাকে। মারিনের জিতলেন ৬-২১, ১১-২১ ব্যবধানে।

author-image
IE Bangla Web Desk
New Update
Saina Nehwal

ক্যারোলিনার র‌্যাকেটে সাইনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ

ওয়ার্ল্ড ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে এসে থেমে গেল সাইনা নেহওয়ালের বিজয়রথ। বিশ্বের অষ্টম খেলোয়ড় হিসেবে টানা আটবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠেছিলেন তিনি। কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন ও দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন হায়দরাবাদের শাটলার।

Advertisment

শুক্রবার চিনের নানজিংয়ে ৩১ মিনিটের মধ্যে সাইনার বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে দিলেন ক্যারোলিনা। স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দিলেন সাইনাকে। মারিনের জিতলেন ৬-২১, ১১-২১ ব্যবধানে। এই নিয়ে ১০ বার মুখোমুখি হলেন সাইনা-ক্যারোলিনা। পাঁচবার করে জিতলেন দু’জনে।

আরও পড়ুন: ম্যাগাজিনের প্রচ্ছদে ঝলসালেন সাইনা, নামছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে

Advertisment

এদিনের ক্যারোলিনার গতির কাছেই কার্যত পরাস্ত হলেন সাইনা। স্প্যানিশ নাগরিকের সামনে কোর্টে দাঁত ফোটাতে পারেননি তিনি। ম্যাচ শেষে সাইনা বললেন, “ ক্যারোলিনার মুভমেন্ট অসম্ভব দ্রুত ছিল আজ। অসম্ভব গতিতে কোর্ট কভার করছিল। সেরকমই জোরে জোরে শট নিচ্ছিল। গতকাল ম্যাচ খেলার পর এরকম একজন দ্রুত কারেরা বিপক্ষে খেলাটা কঠিন। বুঝেই উঠতে পারছিলাম না কী করব! আমাকে খেলার কোনও সুযোগই দিল না।”

সাইনার আগে বিদায়ঘণ্টা বাজে অশ্বিনী পোনাপ্পা ও স্বাত্তিকসাইরাজ রানকিরেড্ডির মিক্স ডবলস জুটির। চ্যাম্পিয়নশিপের শীর্ষ বাছাই চিনা জুটি হুয়াং ইয়াকিয়ং ও ঝেং সিউই-এর কাছে হারেন তাঁরা। খেলার ফল ১৭-২১, ১০-২১।

Saina Nehwal