Advertisment

Asian Games 2018 Day 11 Medal Tally: জোড়া সোনা, ভারতের ঝুলিতে ৫৪টি পদক

একাদশ দিনে ভারতের ঝুলিতে এসেছে দু'টি সোনা। অরপিন্দর সিং (পুরুষদের ট্রিপল জাম্প) ও স্বপ্না বর্মণ (হেপ্টাথলন) সোনা পেয়েছেন। এই মুহূর্তে ভারতের সংগ্রহে ৫৪ টি পদক (১১টি সোনা, ২০টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ)।

author-image
IE Bangla Web Desk
New Update
Asian Games 2018

Asian Games 2018 Live:

Asian Games 2018 Day 11 Medal Tally: একাদশ দিনে ভারতের ঝুলিতে এসেছে দু'টি সোনা। অরপিন্দর সিং (পুরুষদের ট্রিপল জাম্প) ও স্বপ্না বর্মণ (হেপ্টাথলন) সোনা পেয়েছেন। এই মুহূর্তে ভারতের সংগ্রহে ৫৪ টি পদক (১১টি সোনা, ২০টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ) অন্যদিকে দ্যুতি চাঁদ পেলেন চলতি এশিয়াডে দ্বিতীয় পদক। এর আগে ১০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন এবার পেলেন ২০০ মিটারে রুপো।

Advertisment

রও পড়ুন: Asian Games 2018 Day 10 Medal Tally: পদকের হাফ সেঞ্চুরি ভারতের

ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

2:40 pm:  বক্সিংয়ে পুরুষদের ৭৫ কেজি ইভেন্টের সেমি ফাইনালে শেষ চারে উঠলেন বিকাশ কৃষাণ। চিনা প্রতিদ্বন্দ্বীকে ৩-২ হারিয়ে পদক নিশ্চিত করলেন তিনি।

12:00 pm: আজ জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনেই পালিত হয় এই দিন।

Asian Games
Advertisment