Advertisment

Asian Games 2018 Day 13 Medal Tally: ভারতর ঝুলিতে ৬৫টি পদক

ভারতের ঝুলিতে ৬৫ টি পদক (১৩টি সোনা, ২৩টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ)। পদকের সংখ্যায় ২০১০ এশিয়াড ছুঁয়ে ফেলল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Asian Games 2018

Asian Games 2018 Live:

Asian Games Day 13 Live Medal Tally: এই মুহূর্তে ভারতের ঝুলিতে ৬৫ টি পদক (১৩টি সোনা, ২৩টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ)। পদকের সংখ্যায় ২০১০ এশিয়াড ছুঁয়ে ফেলল ভারত।

Advertisment

গত ১৮ অগাস্ট ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

আরও পড়ুন: Asian Games 2018 Day 12 Medal Tally: ভারতের ঝুলিতে ৫৯টি পদক

1:০০ pm: চোখের চোটে রিংয়ে নামতে না-পেরে ব্রোঞ্জ পেলেন বিকাশ।


11:25 pm: মালয়েশিয়াকে হারিয়ে স্কোয়াশের ফাইনালে ভারতের মেয়েরা। এবার সোনার লড়াই।

Advertisment