Asian Wrestling Championship 2025: Manisha Clinches Gold, Antim Bags Bronze: জর্ডানের আম্মানে আয়োজিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মহিলাদের ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন মনীষা ভানওয়ালা। আর, অ্যান্টিম পাঙ্গাল ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন। মনীষা ভানওয়ালা ফাইনালে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার ওকে জে কিমকে ৮-৭ ব্যবধানে পরাজিত করে ২০২১ সালের পর এই মহাদেশীয় প্রতিযোগিতায় ভারতের প্রথম মহিলা ফ্রিস্টাইল কুস্তিগির হিসেবে স্বর্ণপদক নিশ্চিত করলেন।
এই প্রতিযোগিতায় ২০২১ সালের সংস্করণে ভিনেশ ফোগাট এবং সরিতা মোর তাঁদের নিজ নিজ বিভাগে জিতেছিলেন। মনীষা টেকনিক্যাল সুপিরিওরিটির মাধ্যমে কাজাখস্তানের টাইনিস ডুবেককে হারিয়ে তাঁর পদকের লক্ষ্যে যাত্রা শুরু করেছিলেন। ভারতীয় কুস্তিগির কোয়ার্টার ফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের হানবিট লিকে পরাজিত করেন এবং সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কিরগিজস্তানের কালমিরা বিলিমবেক কিজিকে ৫-১ ব্যবধানে হারিয়ে দেন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপে টানা তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনীষা। এবার প্রথমে মনে হচ্ছিল যে তিনি রৌপ্য পদক পাবেন। কারণ তিনি প্রথমদিকে ওকে জে কিমের বিরুদ্ধে ২-৭ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তবে, অসাধারণভাবে তিনি টেবিলের অঙ্ক নিজের দিকে ঘুরিয়ে দেন। ১১ তম রাউন্ডেই স্বর্ণপদক নিশ্চিত করেন।
ইতিমধ্যে, অ্যান্টিম পাঙ্গাল প্যারিস ২০২৪ অলিম্পিকের পর ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার প্রত্যাবর্তন চিহ্নিত করেছেন ।
পাশাপাশি, অ্যান্টিম পাঙ্গাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জয়ী চিনের জিন ঝাংয়ের বিরুদ্ধে ১০-৬ ব্যবধানে জিতে তাঁর অভিযান শুরু করেছিলেন। কিন্তু সেমিফাইনালে তিনি টেকনিক্যাল কারণে ৫৫ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মো কিয়ুকার কাছে হেরে যান। এরপর পাঙ্গাল চাইনিজ তাইপেইয়ের মেং হুয়ান সিহকে পরাজিত করে তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। শুক্রবার দুটি পদক জেতায় এই চ্যাম্পিয়নশিপে ভারতের পদকের সংখ্যা বেড়ে হল সাত- একটি সোনা, একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ।
আরও পড়ুন- 'এমনটা আগে দেখিনি': আইপিএল ২০২৫-এ আরসিবির সূচি নিয়ে তোপ এবি ডি ভিলিয়ার্সের
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে বর্তমান অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়ন রিতিকা হুডা রৌপ্য পদক জিতেছেন। এই প্রতিযোগিতায় এর আগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মুসকান (মহিলাদের ৫৯ কেজি), মানসী লাথের (মহিলাদের ৬৮ কেজি) ও গ্রিকো-রোমান কুস্তিগির নীতেশ (৯৭ কেজি) ও সুনীল কুমার (৮৭ কেজি)। বাকি তিন ভারতীয় কুস্তিগির- নেহা শর্মা (৫৭ কেজি), মনিকা (৬৫ কেজি) ও জ্যোতি বেরওয়াল (৭২ কেজি) ম্যাচে অংশ নিলেও কিছুই করতে পারেননি।