AB de Villiers Calls RCB’s IPL 2025 Schedule ‘Crazy’ but Sees It as a Strength: আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সূচি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স। তিনি এই সূচিকে ‘খ্যাপামো’ বলেও তীব্র কটাক্ষ করেছেন।
আরসিবি তাদের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে জয় পেয়েছে। এরপর তারা ঘরের মাঠে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে খেলবে। তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এরপর দিল্লি ক্যাপিটালস (ডিসি), রাজস্থান রয়্যালস (আরআর) এবং পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে হোম-অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে।
ডি ভিলিয়ার্স বলেন, 'প্রথম দিকে টানা অ্যাওয়ে ম্যাচ জেতা খুব কঠিন, কিন্তু আরসিবি দারুণ শুরু করেছে। সূচির দিকে তাকান, অ্যাওয়ে, অ্যাওয়ে, এরপর হোম, আবার অ্যাওয়ে... এটা সত্যিই পাগলামো! এরকম সূচি আমি আগে কখনও দেখিনি। এটি কঠিন সূচি। কিন্তু, একসঙ্গে থাকার কারণে একটা দলের জন্য ভালোও হতে পারে।'
তিনি আরও বলেন, 'যখন একসঙ্গে ভ্রমণ করতে হয়, তখন দলের সংহতি বাড়ে। এক জায়গায় টানা চার-পাঁচটি হোম ম্যাচ খেললে খেলোয়াড়রা আলাদা হয়ে যায়। কেউ রেস্টুরেন্টে যায়, কেউ অন্য কোথায়। এতে স্কোয়াডের মধ্যে আত্মিক সংযোগ কিছুটা কমে যায়। কিন্তু, অ্যাওয়ে সূচির কারণে আরসিবির খেলোয়াড়রা টানা একসঙ্গে থাকতে পারবে।'
আরসিবি তাদের প্রথম দুই ম্যাচেই কেকেআর ও সিএসকের মতো শক্তিশালী দলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী। এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, 'কেকেআর বর্তমান চ্যাম্পিয়ন। তাদের ঘরের মাঠে হারানো বড় ব্যাপার। একইভাবে সিএসকের চিপক রেকর্ড অসাধারণ। সেখানেও জয় পাওয়া চাট্টিখানি কথা নয়। এখন সূচির দিক থেকে দেখলে আরসিবির লাভই হয়েছে। পয়েন্ট তালিকায় ওরা সবার ওপরে রয়েছে।'
আরও পড়ুন- আইএসএলে মুম্বই সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিল বেঙ্গালুরু এফসি
ডি ভিলিয়ার্স আরসিবির স্কোয়াডেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'আগের মরশুমগুলোর চেয়ে এবারের আরসিবি স্কোয়াডের ভারসাম্য ১০ গুণ ভালো। নিলামের সময়ও আমি এই ভারসাম্যের প্রয়োজনীয়তার কথা বলেছিলাম। এটা শুধুমাত্র ব্যাটসম্যান, বোলার বা ফিল্ডারদের নিয়ে নয়, পুরো দলকে সঠিকভাবে সাজানোর ব্যাপার। আমি যখন ভুবনেশ্বরকে দেখলাম, তখন ভাবলাম— ও তো প্রথম ম্যাচেই খেলেইনি, এবার সুযোগ পেয়েছে। এটাই দরকার। এমন খেলোয়াড় দরকার, যাঁরা দলে আসার সঙ্গে সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারে। প্রথম ম্যাচের একাদশে না থাকলেও, দ্বিতীয় ম্যাচে ভুবি খেলল এবং দলকে দারুণভাবে সাহায্য করল। এটাই সঠিক ভারসাম্য এবং একটা দলের গভীরতা, যা আইপিএলের মত টুর্নামেন্টে খুব দরকার।'