টি২০তে দ্বিতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন। ব্রেট লি প্রথম অজি বোলার হিসেবে টি২০তে কীর্তি গড়েছিলেন। লি-র পাশে নাম লিখিয়ে অ্যাস্টন অ্যাগার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হ্যাটট্রিক করলেন প্রোটিয়াজদের বিরুদ্ধে। তারপরেই তারকা অস্ট্রেলীয়র মুখে রবীন্দ্র জাদেজা।
Advertisment
তিনি জানিয়ে দিলেন জাদেজার মতো খেলতে চান তিনি। জাদেজাকে রকস্টারও বলে ফেললেন তিনি। কেন হঠাৎ জাদেজা-প্রীতি? অ্যাস্টন অ্যাগার এক মাস আগের পুরনো স্মৃতি শেয়ার করে বলছিলেন, "ভারত সিরিজের পরে জাদেজার সঙ্গে বেশ কিছু বিষয়ে কথাবার্তা হয়েছিল।" ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাগার আরও জানান, "জাদেজা আমার ফেভারিট ক্রিকেটার। ওঁর মতো ক্রিকেট খেলতে চাই।"
গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ অবশ্য জাদেজা মনে রাখার মতো পারফরম্যান্স করতে পারেননি। তিন ম্যাচের সিরিজে জাদেজা মাত্র ২ উইকেট দখল করেছিলেন। ওভার পিছু খরচ করেছিলেন ৫.৬০ রান।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাই খেলা ঘুরিয়ে দিয়েছেন অ্যাগার। পাঁচ উইকেট একাই দখল করেছেন হ্যাটট্রিক সমেত। অ্যাগারের দুরন্ত বোলিংয়ের সৌজন্যেই অস্ট্রেলিয়া প্রথম টি২০তে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।
তারপরেই অ্যাগার জানিয়েছেন, "জাদেজা একজন রকস্টার। ব্যাট হাতে ঝড় তোলে। ক্ষিপ্র গতিতে ফিল্ডিং করে। বল হাতে স্পিন করাতে পারে। ও যখন খেলতে নামে ওঁর উপস্থিতিই যথেষ্ট। বল হাতে যখন স্পিন করার তখন ওঁর আত্মবিশ্বাস দেখার মতো। ব্যাট হাতেও ওঁর পজিটিভ ভাবভঙ্গি নজরে আসার মতো। নিজের এই আত্মবিশ্বাস ফিল্ডিংয়েও সঞ্চারিত করে।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাগার ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেছেন। টি২০তে এটাই কোনও অস্ট্রেলীয়ের করা সেরা বোলিং ফিগার। এর আগে সেরা ছিলেন জেমস ফকনার। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন।