Advertisment

'ঘরের ছেলে'কে ঘরে ফেরালো এটিকে মোহনবাগান! দুরন্ত সইয়ে উচ্ছ্বসিত হাবাস নিজেই

গতবার নর্থ ইস্টের জার্সিতে দারুণ পারফর্ম করেছিলেন আশুতোষ মেহতা। তারপরেই জাতীয় দলের হয়ে খেলতে ডাক পান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এর আগে এটিকেতে খেলেছিলেন। মোহনবাগানের জার্সিতেও আইলিগে খেলেছেন। তবে এবার আশুতোষ মেহতা খেলবেন এটিকে মোহনবাগানের হয়ে। দুই ক্লাবের সংযুক্তির পরে আশুতোষ মেহতা আগামী আইএসএলে খেলবেন সবুজ মেরুন জার্সিতেই। এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা! মঙ্গলবারই এটিকে মোহনবাগানের মিডিয়া গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হল, দেশের অন্যতম সেরা সাইড ব্যাককে সই করাল তাঁরা।

Advertisment

গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে ধারাবাহিকভাবে নজর কেড়েছিলেন আশুতোষ। দুরন্ত খেলার জন্যই জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছিল। এবার তিনি ফিরছেন চেনা কলকাতায়। রক্ষণ সামলানোর সঙ্গেই ওভারল্যাপে উঠে প্রতিপক্ষ অর্ধে আক্রমণ শানাতেও দক্ষ তিনি। তাঁকেই এবার সই করিয়ে ফেলল এটিকেএমবি।

আরো পড়ুন: ডুরান্ড কাপে মোহনবাগানকে হারানোর নায়ক এবার কলকাতায়, সই করিয়ে চমকে দিল মহামেডান

আসন্ন মরশুমের এটিকে মোহনবাগানের জার্সিতে সই করার পর আশুতোষ জানিয়ে দিয়েছেন, "হাবাস স্যারের হার না মানা মনোভাব এবং ফুটবল দর্শন আমার খুব প্রিয়। এটিকে মোহনবাগান দলটির মধ্যে দারুণ একাত্মতা রয়েছে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা রয়েছে। এমন ক্লাবে সই করতে পেরে আমি ভাগ্যবান।"

এরপরে তিনি আরো বলেন, "কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা সম্পর্কে ভালোই জানি। এটিকে মোহনবাগান সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস, ক্লাবের প্রতি ভালবাসার বিষয়েও ধারণা রয়েছে আমার। তবে তারকা সমৃদ্ধ দলে প্রথম একাদশে জায়গা করে নেওয়াটাই আমার আপাতত পাখির চোখ।"

এদিকে তারকা ডিফেন্ডারকে সই করাতে পেরে উচ্ছ্বসিত হাবাসও। জানিয়েছেন, "আশুতোষ কমপ্লিট ফুটবলার। ফিজিক্যাল ফিটনেস দারুণ। এরিয়াল বলে টেকনিক্যালি একদম নিখুঁত। শুধু সাইড ব্যাক নয়, রক্ষণের একাধিক পজিশনেও খেলতে পারে ও। ৩-৪-৫ যেকোনো ধরণের ডিফেন্সিভ অর্গানাইজেশনে মানিয়ে নিতে পারে। ওঁর কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment