Advertisment

ATK vs Chennaiyin fc: কোথায়, কখন দেখবেন, জানুন

ফুটতে থাকা এটিকের বিরুদ্ধে চেন্নাইয়িন আবার মরশুমের প্রথম জয়ের খোঁজে। যদিও সেই কাজ মোটেই সহজ হবে না।তার প্রমাণ আগের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ফর্মে থাকা এটিকে দল।

author-image
IE Bangla Web Desk
New Update
atk

হায়দরাবাদ ম্যাচে অপ্রতিরোধ্য এটিকে দল (ফাইল চিত্র, আইএসএল)

ISL 2019: প্রথম ম্যাচে কেরলের কাছে হারের পরে হায়দরাবাদ এফসি-র বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছে এটিকে। পাঁচ গোলে উড়িয়ে দিয়ে আইএসএলে প্রথম খেলতে নামা দলকে মাঠেই কুপোকাত করে দিয়েছে। এবার মরশুমের তৃতীয় ম্যাচে চেন্নাইয়িনের বিপক্ষে জয়ের মোমেন্টাম ধরে রাখাই লক্ষ্য় এটিকের। ২০১৭-১৮ মরসুমের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র এক পয়েন্ট। এফসি গোয়ার কাছে প্রথম ম্য়াচে তাদের ৩-০ গোলে হারতে হয়েছে। গত রবিবার দ্বিতীয় ম্যাচে তারা এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

Advertisment

ফুটতে থাকা এটিকের বিরুদ্ধে চেন্নাইয়িন আবার মরশুমের প্রথম জয়ের খোঁজে। যদিও সেই কাজ মোটেই সহজ হবে না। যদিও এটিকে বস হাবাস চেন্নাইয়িনকে কোনওভাবেই হালকা করে দেখতে নারাজ। অ্যাওয়ে ম্যাচে খেলতে চেন্নাই রওনা হওয়ার আগে স্প্যানিশ কোচ বলে গিয়েছিলেন, “চেন্নাইয়িন ভয়ঙ্কর দল। আমি ওদের বর্তমান দিয়ে বিচার করব না। ওদের অতীত আমি জানি। ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ। ওদেরকে কোচ থেকে শুরু করে প্লেয়ার এবং ফ্য়ানেদের প্রতি আমি শ্রদ্ধাশীল।”

আরও পড়ুন ISL 2019, Chennaiyin FC vs ATK Preview: মরসুমের প্রথম জয়ের লক্ষ্যে চেন্নাইয়িন

এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ কবে?
এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচটি ৩০ অক্টোবর, বুধবার।

এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ কোথায় হবে?
এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচটি সল্টলেক যুবভারতীর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ কখন শুরু হবে?
এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।

এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।

এটিকে বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-

এটিকে সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউজ, অগাস্টিন ইনিগুয়েজ, প্রবীর দাস, প্রণয় হালদার, জয়েশ রাণে, এডু গার্সিয়া, মাইকেল সুসাইরাজ, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ

চেন্নাইয়িন এফসি সম্ভাব্য একাদশ: বিশাল কিথ, লুসিয়ান গোইয়ান, এলি সাবিয়া, জেরি লালরিনজুয়ালা, তনদম্বা সিং, ধনপাল গণেশ, অনিরুদ্ধ থাপা, দ্র্যাগোস ফিরতুলেস্কু, লালরিনজুয়ালা ছাংতে, রাফায়েল ক্রিভেলারো, নেরিজুস ভালকিস

Indian Football ATK
Advertisment