রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে সুপার কাপ অ্যাটলেটিকো মাদ্রিদের

২০১৬ ও ২০১৭, শেষ দু’বছরই সুপার কাপ এসেছিল স্যান্টিয়াগো বার্নাব্যুতে।এবার জিততে পারলেই হ্যাটট্রিক করতে পারত রিয়াল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন রিয়াল মরসুমের প্রথম ট্রফিই হাতছাড়া করল।

২০১৬ ও ২০১৭, শেষ দু’বছরই সুপার কাপ এসেছিল স্যান্টিয়াগো বার্নাব্যুতে।এবার জিততে পারলেই হ্যাটট্রিক করতে পারত রিয়াল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন রিয়াল মরসুমের প্রথম ট্রফিই হাতছাড়া করল।

author-image
IE Bangla Web Desk
New Update
Atletico Madrid

রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে সুপার কাপ অ্যাটলেটিকো মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ: বেঞ্জিমা (২৭), র‌্যামোস (৬৩ পেনাল্টি)

Advertisment

অ্যাটলেটিকো মাদ্রিদ: দিয়েগো কোস্তা (১ ও ৭৯), সাউল (৯৮), কোকে (১০৪)

৪-২ জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ

ম্যাচের অতিরিক্ত সময় জ্বলে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ছ’বছর পর উয়েফা সুপার কাপ ছিনিয়ে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এস্তোনিয়ার তালিনে অনুষ্ঠিত মাদ্রিদ ডার্বির ফল ৪-২।

Advertisment

২০১৬ ও ২০১৭, শেষ দু’বছরই সুপার কাপ এসেছিল স্যান্টিয়াগো বার্নাব্যুতে।এবার জিততে পারলেই হ্যাটট্রিক করতে পারত রিয়াল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন রিয়াল মরসুমের প্রথম ট্রফিই হাতছাড়া করল। অন্যদিকে রিয়ালের নয়া কোচ জুলেন লোপেতেগুইয়ের এটাই ছিল রিয়ালের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ।

আরও পড়ুন: অ্যাজারের জন্য ২০০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি রিয়াল

এদিন ম্যাচের এক মিনিটের মধ্যেই স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কোস্তার গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। কোস্তা গোল করেন খেলা শুরুর ৪৯ সেকেন্ডের মধ্যে। সুপার কাপের ফাইনালে এটাই ইতিহাসের দ্রুততম গোল। এক গোলে পিছিয়ে পড়া রিয়ালকে  ২৭ মিনিটে সমতায় ফেরান করিম বেঞ্জিমা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে সের্জিও র‌্যামোস পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ৭৯ মিনিটে সেই কোস্তার গোলেই অ্যাটলেটিকো সমতায় ফেরে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ২-২ থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়। ৯৮ মিনিটে সাউল নিগুয়েজ ও ১০৪ মিনিটে কোকের গোল রিয়ালের স্বপ্ন ভেঙে দেয়।

Real Madrid