Advertisment

India vs Australia prime minister's XI: টিম ইন্ডিয়ায় ফিরেই জায়গা হারালেন ক্যাপ্টেন রোহিত! পিঙ্ক বল টেস্টের আগেই বিরাট আপডেট ভারতীয় দলে

Border Gavaskar Trophy: টিম ইন্ডিয়ায় আর দেখা যাবে না ওপেনার রোহিত শর্মাকে। যেভাবে নতুন খেলোয়াড়রা উঠে এসেছেন, তাতে জায়গা হারাতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Indian Cricket Team, রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেট দল,

Rohit Sharma: নতুন পজিশনে মানিয়ে নিতে হবে রোহিতকে। (ছবি- ফাইল)

India vs Australia prime minister's XI: অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। গোলাপি বলের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। এই ম্যাচেই রোহিত শর্মা ওপেন করলেন না। দ্বিতীয় সন্তানের জন্মের পর বর্ডার-গাভাসকার ট্রফিতে পার্থে  প্রথম টেস্ট খেলেননি রোহিত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ক্যানবেরায় ভারতের গোলাপি-বলের অনুশীলন ম্যাচে তিনি নামলেন। এটাই তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ।

Advertisment

পার্থ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। তিনি বুমরার থেকে অধিনায়কত্ব ফিরিয়ে নেবেন। কিন্তু, প্রথম টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটি ২৯৫ রান তুলেছে। যা রেকর্ড। পার্থে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনিং জুটির সেই দুর্দান্ত পারফরম্যান্সের পরই রোহিতের ওপেনার হিসেবে নামায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 

রবিবার দেখা গেল, ৩৭ বছর বয়সি ভারতীয় ওপেনার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে  ওপেনার পজিশনে নামলেন না। বৃষ্টির জন্য এই ম্যাচের ওভারের সংখ্যা কমিয়ে ৪৬ করা হয়েছিল। অস্ট্রেলিয়া একাদশ ম্যাচে ২৪০ রান তোলে। টস জিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিং বেছে নেন। তিনি ৫ নম্বর পজিশনে খেলছেন। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিরতির পরে, ৬ ডিসেম্বর  অ্যাডিলেডে টেস্ট খেলবেন রোহিত। ওই ডে-নাইট টেস্টের আগে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য রবিবারের ম্যাচকেই বেছে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই হিসেবে ধরে নেওয়া হচ্ছে যে রোহিত অ্যাডিলেড টেস্ট ম্যাচেও ৫ নম্বরে নামতে পারেন।

আরও পড়ুন- সাদা জার্সি লাল বলে ODI ম্যাচ! ভারত ২৪ বছর আগে খেলেছিল, কী ফলাফল হয়েছিল জানেন

অ্যাডিলেড টেস্ট ম্যাচে ফিরতে পারেন শুভমান গিলও। তিনি প্রথম একাদশে থাকলে অ্যাডিলেডে হয়তো ৩ নম্বর পজিশনে নামবেন। কিন্তু, রোহিতের ব্যাটিং অর্ডার যে অ্যাডিলেডে বদলাচ্ছে, সেটা ধরে নেওয়াই যায়। টিম ইন্ডিয়ার অধিনায়ক তাঁর টেস্ট কেরিয়ারে দীর্ঘদিন ধরেই ওপেনিং পজিশনে খেলছেন। এবার সেটাই হয়তো বদলাতে চলেছে। রোহিত টেস্টে মিডল-অর্ডারে নামলে, তাঁকে নতুন পজিশনেও বেশ ভালো খেলতে হবে। নিজেকে এই পজিশনে প্রমাণ করতে হবে। তাঁকে মিডল-অর্ডার পজিশনেও ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে। টিম ইন্ডিয়ার অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক ম্যাচে ছয়ে নেমেছিলেন। ২০১৩ সালে কলকাতায় ওই অভিষেক ম্যাচে রোহিত সেঞ্চুরি করেছিলেন।

Team-India Test cricket Cricket News Border-Gavaskar Trophy Rohit Sharma Indian Cricket Team Team India Australia Cricket Team
Advertisment