India vs Australia prime minister's XI: সাদা জার্সি লাল বলে ODI ম্যাচ! ভারত ২৪ বছর আগে খেলেছিল, কী ফলাফল হয়েছিল জানেন

Border Gavaskar Trophy: সেই ম্যাচেই ব্যাটে-বলে আগুন ছুটিয়েছিলেন এই তারকা। ভেঙেছিলেন কপিল দেবের রেকর্ড। আর, বর্তমানে সেই তারকাই রয়েছেন বিসিসিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদে।

Border Gavaskar Trophy: সেই ম্যাচেই ব্যাটে-বলে আগুন ছুটিয়েছিলেন এই তারকা। ভেঙেছিলেন কপিল দেবের রেকর্ড। আর, বর্তমানে সেই তারকাই রয়েছেন বিসিসিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া

India-Australia: ফের ২৪ বছর পর একই রূপে ভারতীয় দল। (ছবি বিসিসিআই)

India vs Australia prime minister's XI: ফের ২৪ বছর পর। ২০০০ সালে ভারত শেষবার ৫০ ওভারের ম্যাচ লাল বল আর সাদা পোশাকে খেলেছিল। টিম ইন্ডিয়া এখন ৫০ ওভারের খেলায় মেন ইন ব্লু। শনিবার ক্যানবেরায় বৃষ্টিমুখর দিনে ফের ভারতকে দেখা গেল সাদা পোশাকে ৫০ ওভারের ম্যাচ খেলতে। তবে, এবারটা লাল নয়, গোলাপি বলে হল। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হবে। তার প্রস্তুতিতেই টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচ খেলল।

Advertisment

বর্তমানে সাদা পোশাকে ৫০-ওভারের ম্যাচ লাল বা গোলাপি বলে তেমন একটা খেলা হয় না। যদিও ৯০-এর দশকে তেমনটাই চালু ছিল। সবচেয়ে বড় কথা, লাল বল এবং সাদা পোশাকের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে ভারত ছিল। সেটা ২০০০ সাল। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ২০০০ সালের ১৪ ডিসেম্বর, পাঁচ ম্যাচের সিরিজের শেষ খেলায়, বিংশ শতাব্দীতে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচে, সাদা পোশাকেই লাল বলে একদিনের ম্যাচ খেলেছিল ভারতীয় দল।

বিসিসিআইয়ের বর্তমান নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে সেই ম্যাচ টিম ইন্ডিয়া ৩৯ রানে জিতেছিল। আগরকার ২৫ বলে ৬৭ রান করেছিলেন। ২১ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। এর আগে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কপিল দেব ১১ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন। জিম্বাবুয়ে ম্যাচের সুবাদে কপিল দেবের রেকর্ড ভেঙেছিলেন আগরকার। ওই ম্যাচে ভারতের রান ৩০০ পেরিয়ে গিয়েছিল। আগারকার সঙ্গে পার্টনারশিপ গড়েছিলেন রিতেন্দর সোধি। তিনি ৬৭ বলে ৫৩ রান করেছিলেন। 

আরও পড়ুন- ভারতীয় বোলিংকে দুরমুশ করে ৯০ বলেই সেঞ্চুরি কোন্টাসের, গোলাপি টেস্টে ভেসে গেল টিম ইন্ডিয়া

Advertisment

ওই ম্যাচে জিম্বাবুয়ে ২৬২ রানে গুটিয়ে গিয়েছিলেন। আগরকার ম্যাচে তিনটি উইকেটও নিয়েছিলেন। হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। ওই ম্যাচে প্রথমবারের মতো রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল। ওই সীমিত ওভারের ম্যাচের আগে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ পর্যন্ত ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। ২৪ বছর পরে, ভারত ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সাদা পোশাকে সেই ৫০ ওভারের ফরম্যাটেই খেলল। কিন্তু, এবারের ম্যাচটি স্রেফ প্রস্তুতি ম্যাচ। অফিসিয়াল রেকর্ড বইয়ে জায়গা পাবে না।

ODI Kapil Dev Cricket News The Australian PM Ajit Agarkar Australia Cricket Team India Cricket Team Zimbabwe Cricket Team