Aus win Test series in Sri Lanka: শ্রীলঙ্কার মাটিতে গত ১৪ বছরের মধ্যে প্রথমবার টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর এই প্রথম তারা শ্রীলঙ্কার মাটিতে প্রথম কোনও টেস্ট সিরিজ জিতল। রবিবার গলে অস্ট্রেলিয়া নয় উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় নিশ্চিত করেছে। তার ফলে, অজিরা শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল। ম্যাচের চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের মাত্র ১৫ মিনিট আগে অবসরের ঘোষণা করা শ্রীলঙ্কান তারকা দিমুথ করুনারত্নের বল মিড-উইকেটে পাঠিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন দলের টপ অর্ডার ব্যাটসম্যান মারনাস লাবুসেন।
এর আগে শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়া শেষবার টেস্ট সিরিজ জিতেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বে। ২০১১ সালে সেবার তারা ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। তবে, ২০১৬ সালে স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। ২০২২ সালে আবার সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে অস্ট্রেলিয়া। আর এবার, প্যাট কামিন্সের বদলে স্মিথ অধিনায়কত্ব করেছেন। ফলে, এই জয় অস্ট্রেলিয়ানদের কাছে এক অন্য মাত্রা এনে দিয়েছে।
অস্ট্রেলিয়া এই সিরিজের জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেছিল। দুবাইয়ে প্রশিক্ষণ শিবিরও বসিয়েছিল। যার ফলে, তারা নিজেদের কৌশলগুলো নির্ভুলভাবে বাস্তবায়িত করতে পেরেছে। তাদের ব্যাটসম্যানরাও বড় সেঞ্চুরি করেছেন। আর বোলাররা আক্রমণাত্মক ফিল্ডিংয়ের মাধ্যমে ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছেন। অজিদের, স্পিনাররাও বেশ ভালো খেলেছেন। যার ফলে, দুটো ম্যাচেই শ্রীলঙ্কার খেলোয়াড়রা রীতিমতো চাপে ছিলেন। আর, তাতেই সিরিজ ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়া ছিনিয়ে নিয়েছে।
তারা প্রথম টেস্ট ইনিংস এবং ২৪২ রানে জিতেছে। বিপরীতে শ্রীলঙ্কার এই টেস্ট পরাজয় লঙ্কানদের ইতিহাসে কলঙ্কের নজির তৈরি করল। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া গোড়া থেকেই শ্রীলঙ্কানদের ওপর এমনভাবে চেপে বসেছিল যে, পরাজয় ছাড়া অজিদের সামনে গত্যন্তর ছিল না।
অস্ট্রেলিয়া এই সিরিজের প্রথম টেস্ট, ইনিংস এবং ২৪২ রানে জিতেছে। বিপরীতে শ্রীলঙ্কার ইতিহাসে এই টেস্ট পরাজয় কলঙ্কের নজির তৈরি করেছে। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া গোড়া থেকেই শ্রীলঙ্কানদের ওপর এমনভাবে চেপে বসেছিল যে, পরাজয় ছাড়া অজিদের সামনে গত্যন্তর ছিল না। দ্বিতীয় ম্যাচে রবিবার শ্রীলঙ্কা ৮ উইকেটে ২১১ রানে থাকা অবস্থায় দিনটি শুরু করেছিল। লিড ছিল মাত্র ৫৪ রানের। সহ-অধিনায়ক কুশল মেন্ডিস নৈশপ্রহরী ছিলেন। নাথান লিয়নের বল মেন্ডিস ডিপ কভারে পাঠিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন। কিন্তু, ওই ওভারেই তিনি স্টিভ স্মিথের হাতে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান।
মেন্ডিসের এই আউট ছিল এক মাইলফলক। কারণ, ওটাই ছিল স্মিথের ২০০তম টেস্ট ক্যাচ। এর আগে মাত্র চার জন খেলোয়াড় ২০০টি টেস্ট ক্যাচ ধরেছেন। তাঁরা হলেন- জ্যাক ক্যালিস, মাহেলা জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড় ও জো রুট। বিউ ওয়েবস্টার এরপর শ্রীলঙ্কার ইনিংসে দ্রুত ইতি টেনে দেন। যার ফলে, অস্ট্রেলিয়া নিশ্চিন্তেই ৭৫ রানের সামান্য লক্ষ্যে পৌঁছে যায়। তার মধ্যেই অবশ্য শ্রীলঙ্কা অল্প সময়ের জন্য হলেও আশার আলো খুঁজে পেয়েছিল। প্রভাত জয়সুরিয়া ট্রাভিস হেডকে ২০ রানে তাড়াতাড়ি ক্যাচ আউট করে ফিরিয়ে দেন। তবে, উসমান খাজা ২৭ রানে অপরাজিত থেকে যান। মারনাস লাবুসেন ২৬ রানে অপরাজিত থেকে যান। এই অপরাজিত জুটি অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়।
আরও পড়ুন- আহত ইংল্যান্ডের তারকা জ্যাকব বেথেল, তড়িঘড়ি দলে ঢুকলেন টম ব্যান্টন
অ্যালেক্স ক্যারিকে তাঁর ১৫৬ রান এবং উইকেটরক্ষক হিসেবে চারটি ক্যাচ ধরার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। কেরির ইনিংসটি এশিয়ায় অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের সর্বোচ্চ রান হয়ে নজির গড়ল। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড স্টিভ স্মিথকে সিরিজের সেরা নির্বাচিত করা হয়েছে। স্মিথ পরপর দুটি সেঞ্চুরি করেছেন। এই জয় অস্ট্রেলিয়ার টানা চতুর্থ টেস্ট জয়। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজের শেষ দুটি ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছে। এবার জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শ্রীলঙ্কা টানা চতুর্থ টেস্টে হারল। যার ফলে তারা টেস্টের চূড়ান্ত র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল।