Tom Banton joins England squad: নাগপুরে প্রথম ওয়ানডেতে আহত হয়েছেন জ্যাকব বেথেল। তিনি বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাঁর জায়গায় আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দলে ঢুকলেন ব্যাটসম্যান টম ব্যান্টন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নাগপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের চার উইকেটের পতনের পর বেথেল অর্ধশতক হাঁকান। তিনি একটি উইকেটও নিয়েছেন। ২৩ বছর বয়সি ওই অলরাউন্ডারের বাম হ্যামস্ট্রিংয়ে চোট স্বভাবতই ইংল্যান্ড শিবিরের জন্য যথেষ্ট আশঙ্কার খবর। সেই কারণেই তড়িঘড়ি বেথেলের পরিবর্ত ঠিক করে ফেলল ইসিবি। তাঁর জায়গায় যাঁকে দলে নেওয়া হল সেই টম ব্যান্টন মারকাটারি ব্যাটার বলেই পরিচিত।
রবিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দল সোমবার (বুধবার তৃতীয় ওয়ানডে) আহমেদাবাদে পৌঁছলে বেথেলের আঘাতের বিষয়টির আরও মূল্যায়ন করা হবে।' ২৬ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্যান্টন ৬টি ওয়ানডে খেলে ১৩৪ রান করেছেন, সর্বোচ্চ রান ৫৮। ইসিবির তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২০ সালের আগস্টে ওয়ানডে খেলা ব্যান্টন টি২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির আইএলটি২০ প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওই প্রতিযোগিতায় তিনি ১১ ইনিংসে ৫৪.৭৭ গড়ে ৪৯৩ রান করেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরিও আছে।
কটকে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড দলে তিনটি বদল ঘটিয়েছে। আহত বেথেল, ব্রাইডন কার্স ও জোফ্রা আর্চারের বদলে মার্ক উড, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটনকে একাদশে রাখা হয়েছে। আবার কটক থেকেই আহমেদাবাদের ম্যাচের ভাবনা শুরু করে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। ভারতের পিচে যেভাবে ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনে নাজেহাল হচ্ছেন, তাতেই ইসিবি কর্তারা চিন্তিত বলে জানা গিয়েছে। সেই কারণেই বেথেলের জায়গায় ব্যান্টনকেই বাছা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির পিচ অনেকটাই ভারতীয় উপমহাদেশের মত। অর্থাৎ, স্পিন সহায়ক। সেই পিচে স্পিনারদের বিরুদ্ধে ব্যান্টন দুর্দান্ত খেলায়, তাঁকে আহমেদাবাদে দলের কাজে লাগবে বলেই ধারণা ইসিবি কর্তাদের।
আরও পড়ুন- ডোপিং বন্ধের নামে জুনিয়র খেলোয়াড়দের ওপর কোপ! আর অর্থ দেবে না মোদী সরকার
সবচেয়ে বড় কথা, তিনি বাজবল কায়দায় খেলেন। যা, ইংল্যান্ড ক্রিকেটের বর্তমান নীতি। আর, সেখানেই ব্যান্টন হতে পারেন আহমেদাবাদে ইংল্যান্ডের তুরুপের তাস। এমনটাই আশা করছেন ইংল্যান্ড ক্রিকেটের শীর্ষস্থানীয় কর্তারা।