Yashasvi Jaiswal century in AUS vs IND 1st Test: প্ৰথম ইনিংসে সিমিং কন্ডিশনে রানের খাতা না খুলেই আউট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে ধৈর্য্য স্থৈর্য-এর পরিচয় দিয়ে কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান তুলে নিলেন যশস্বী।
দ্বিতীয় দিনের শেষে ৯০ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী ছিলেন অন্য ওপেনার কেএল রাহুল। রবিবার তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই শতরানের চৌকাঠ পেরিয়ে গেলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। দিনের পঞ্চম ওভারেই জস হ্যাজেলউডকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে নেন তিনি।
শর্ট পিচ বলে রাম্প শট হাঁকিয়ে কীর্তির সৌধ গড়ে ফেলেন তিনি। তারপরই হেলমেট খুলে সমর্থকদের স্যালুট করে সেলিব্রেশনে মাতেন যশস্বী। গোটা ডাগ আউট যশস্বীর জন্য স্ট্যান্ডিং ওভেশন দেয়।
শনিবার ভারত ওপেনিং পার্টনারশিপেই ১৭২ রানের জুটি গড়ে ফেলেছিল। যশস্বী হাফসেঞ্চুরি করতে নিয়ে নিয়েছিলেন শতাধিক বল। ইচ্ছাকৃতভাবেই স্কোরিং রেট কমিয়ে অজি বোলারদের হতোদ্যম করে দেন তিনি। নিজের মন্থরতম হাফসেঞ্চুরি করেছিলেন পারথেই। সেঞ্চুরি করলেন ২০৫ বলে। আটটা বাউন্ডারি এবং তিনটে ছক্কার সাহায্যে।
ফলো করুন পারথ টেস্টের লাইভ আপডেটস
সবমিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্ৰথম টেস্ট খেলতে নেমেই শতরানকারী তালিকায় যশস্বী তৃতীয় ভারতীয় হিসাবে নাম লেখালেন। এর আগে এই কীর্তি ছিল জয়সীমা, এবং সুনীল গাভাসকার। দুজনেই অস্ট্রেলিয়ায় প্ৰথমবার খেলতে নেমেই শতরান করেছিলেন। সেই সঙ্গে ২৩ বছরে পা রাখার আগেই একই ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টেস্ট শতরানকারীদের তালিকাতেও নিজের নাম নথিভুক্ত করে নিলেন যশস্বী।
এই তালিকায় চারটে করে সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন গাভাসকার এবং বিনোদ কাম্বলি। তিনটে শতরান করে শচীনকে ছুঁয়ে দ্বিতীয় স্থানে এখন যশস্বী। ২৩ বছরে পা রাখার আগে সর্বাধিক টেস্ট শতরানকারীদের মধ্যেও তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী।
৮ শতরান সমেত শচীন এই তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে ৫ শতরান হাঁকানো রবি শাস্ত্রী। গাভাসকার, বিনোদ কাম্বলির সঙ্গেই যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী।