AB de Villiers on Mohammed Siraj Travis Head send off row: ম্যাচ জেতানো শতরানের পর হেডকে এরকম সেন্ড অফ কেন! সিরাজকে ধুয়ে দিলেন এবার এবিডিও

IND vs AUS, Pink Ball Test: মহম্মদ সিরাজকে একহাত নিলেন এবিডি, অজি তারকাকে অপমানের পর মুখ খুললেন প্রোটিয়াজ কিংবদন্তি। মাঠেই হেডের সঙ্গে বিবাদে জড়ান সিরাজ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
AB de Villiers-Mohammed Siraj, Travis Head , মহম্মদ সিরাজ, ট্রাভিস হেড

AB de Villiers-Mohammed Siraj-Travis Head: এডিলেডে হেড-সিরাজ দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন ডিভিলিয়ার্স। (ছবি সৌজন্যে: এবি ডিভিলিয়ার্স এবং টুইটার)

AB de Villiers on Mohammed Siraj and Travis Head send off row during day night pink ball test: মহম্মদ সিরাজ-ট্রাভিস হেড বিতর্কে মুখ খুললেন এবি ডি ভিলিয়ার্স। বিজিটির এডিলেড টেস্ট চলাকালীন পরস্পরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। সেই নিয়েই এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, ক্রিকেট একটা সম্মানজনক খেলা। মাঠে খেলোয়াড়দের সীমা বজায় রাখা উচিত।   

Advertisment

এডিলেডে মহম্মদ সিরাজের ইয়র্কারে আউট হন ট্রাভিস হেড। তার পরই শুরু হয় দুই ক্রিকেটারের কথা কাটাকাটি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে। আর, তা নিয়েই ইউটিউব চ্যানেলে নিজের বক্তব্য জানিয়েছেন ডিভিলিয়ার্স। এডিলেডে ১৪০ রান করেছিলেন হেড। তারপরই সিরাজের ইয়র্কারে তিনি আউট হন। এরপর হেড যখন ক্রিজ ছাড়ছেন, সেই সময়ই শুরু হয় বিতর্ক। হেড পরে দাবি করেন যে তিনি শুধু সিরাজকে বলেছিলেন, 'ভালো বোলিং!' তাতেই সিরাজ ক্ষিপ্ত হয়ে তাঁকে প্যাভেলিয়ন দেখিয়েছেন। সিরাজের অবশ্য দাবি, হেড তাঁকে মোটেও 'ভালো বোলিং' বলেননি। তিনি মিথ্যা কথা বলেছেন।

তার প্রেক্ষিতেই ডিভিলিয়ার্স বলেছেন, ম্যাচ জেতানো সেঞ্চুরি করা হেডের সঙ্গে সিরাজের কথাবার্তা অবশ্যই সন্দেহজনক। সিরাজের উদ্দীপনা হয়তো তাঁকে অন্য কিছু বলতে চালিত করেছিল। এই প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, 'হেড ম্যাচ জেতানো সেঞ্চুরি করার পর তাঁকে বিদায় দেওয়া নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। তাঁর উদ্যম, তাঁর উত্তেজনা, জেতার জন্য প্রচেষ্টা হয়তো সিরাজকে অন্যকিছু করতে বাধ্য করেছিল।'  

ডিভিলিয়ার্স বলেন, 'আমি ক্রিকেট খেলা নিয়ে কথাবার্তা বলা পছন্দ করি। নির্দিষ্ট মাত্রার ওপরে কোনও কিছু না গেলে, আমি সেসব জিনিস ধর্তব্যের মধ্যেই আনি না। মাত্রাছাড়া ব্যাপারটা কী? আমি মনে করি ওগুলো হল- ব্যক্তিগত বিষয়, ধর্মীয় বিষয়, জাতিগত বিষয়। অন্যথায়, আমি বাকি জিনিসকে পাত্তাই দিই না।' 

Advertisment

হেড অবশ্য জানিয়েছেন, তাঁর সঙ্গে সিরাজের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। একই কথা জানিয়েছেন সিরাজও। বিষয়টিকে ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে সিরাজ বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছেন বলেই দাবি করেছেন হেড। ভারতের দ্বিতীয় ইনিংসে সিরাজ যখন ব্যাট করতে নামেন, তখন দেখা যায় যে হেড এবং সিরাজ পাশাপাশি দাঁড়িয়ে। পরে আবার সিরাজের ক্যাচ নিয়ে তাঁকে আউটও করেছেন হেড। ম্যাচের পরে তাঁদের আলিঙ্গন করতেও দেখা যায়। 

এই প্রসঙ্গে হেড বলেছেন, 'ও ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছে। জানিয়েছে যে, ব্যাপারটা একটা সামান্য ভুল বোঝাবুঝি ছিল। আমি আশা করি, আমাদের ভবিষ্যতের সপ্তাহগুলো ভালো কাটবে।' অ্যাডিলেডে জয়ে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই ম্যাচে অজি বোলাররা দুরন্ত ভূমিকা নিয়েছেন। স্টার্ক তো প্রথম ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন। তার মধ্যে যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির উইকেটও ছিল। প্যাট কামিন্স আবার ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেট নিয়েছেন। যার জেরে ভারত দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে আউট হয়ে গিয়েছে।

আরও পড়ুন-টাকার লালাচের জন্যই আইপিএলে দল বদল! পন্থকে নিয়ে বোমা ফাটালেন দিল্লি ক্যাপিটালস কোচ

 অস্ট্রেলিয়া এডিলেড ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.২ ওভারে ১৯ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। এর ফলে সিরিজে সমতা ফিরেছে। সিরিজ এখন ১-১। তার ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অস্ট্রেলিয়া ফের একনম্বর স্থানে উঠে এসেছে। এই জয়ের ফলে, এডিলেডে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া ৮টি ম্যাচ জিতল। যা রেকর্ড।

AB de Villiers Indian Cricket Team Mohammed Siraj Australia Cricket Team Travis Head Team-India Team India Border-Gavaskar Trophy