/indian-express-bangla/media/media_files/2024/11/24/tu1ptlspbaAZXwRJJxLf.jpg)
Rishabh Pant: ঋষভ এবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। (ফাইল ছবি)
Delhi Capitals coach Hemang Badani reveals why Rishabh Pant left: ঋষভ পন্থ ইচ্ছে করেই এবার দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি। তিনি উলটে এবার নিলামে নিজের দাম যাচাই করতে চেয়েছিলেন। পন্থের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই অভিযোগ করলেন হেমাঙ্গ বাদানি। এই ব্যাপারে দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল যাই বলুন না কেন, হেমাঙ্গ বাদানি নিজের মতে অনড়। বাদানির স্পষ্ট অভিযোগ, টাকার জন্যই পন্থ এবার দিল্লিতে থাকতে চাননি। এবারের আইপিএল নিলামে ভয়ংকর লড়াইয়ের পর ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। সেই প্রসঙ্গে বাদানি বলেছেন যে, টাকাই পন্থের দিল্লি ছাড়ার কারণ।
এক পডকাস্টে বাদানি বলেন, 'ও তো থাকতেই চায়নি। ও বলেছিল যে নিলামে যেতে চায়। বাজারে নিজের দাম পরীক্ষা করতে চায়। কোনও খেলোয়াড়কে ধরে রাখতে হলে, ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড় উভয়েরই সম্মতি দরকার। আমরা ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। ম্যানেজমেন্ট ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। অনেকবার ফোন করা হয়েছিল। অনেক কথা হয়েছে।'
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বাদানি আরও জানিয়েছেন যে দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে ধরে রাখতে চাইছিল। সেই কারণেই দিল্লি রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে ২১ কোটি টাকা পর্যন্ত দর হেঁকেছিল। এই ব্যাপারে বাদানি বলেন, 'দিল্লি ক্যাপিটালস ওঁকে ধরে রাখতে চাইছিল। কিন্তু, পন্থ জানিয়েছিল যে ও নিলামে উঠে নিজের দাম পরীক্ষা করতে চায়। ওঁর দাবি ছিল, নিলামে ও ১৮ কোটি টাকার চেয়ে বেশি পাবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ও ২৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। সেটা ওঁর জন্য ভালোই হয়েছে। ও একজন ভালো খেলোয়াড়। আমরা ওঁকে অবশ্যই মিস করব। কিন্তু, জীবন তো এরকমই।'
To Rishabh @RishabhPant17 you are and will always remain my younger brother - from the bottom of my heart I love you and I have tried everything to make sure you are happy and have treated you like my family. I am very sad to see you go and I am very emotional about it. You will…
— Parth Jindal (@ParthJindal11) November 26, 2024
.@DelhiCapitals 🙌#RP17pic.twitter.com/DtMuJKrdIQ
— Rishabh Pant (@RishabhPant17) November 26, 2024
নিলাম শেষে দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি আন্তরিকভাবে পন্থকে বিদায় জানান। তিনি আশা প্রকাশ করেন যে, পন্থ ভবিষ্যতে দিল্লিতে ফিরতে পারেন। পার্থ জিন্দাল লিখেছিলেন, 'পন্থ আমার কাছে ছোট ভাইয়ের মত। আর, চিরকাল তেমনই থাকবে। আমি ওঁকে মন থেকে ভালোবাসি। ও যাতে খুশি থাকে, সেজন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। পরিবারের সদস্যের মত আচরণ করেছি। ওঁকে রাখতে না পেরে, আমি সত্যিই কষ্ট পেয়েছি। ও সবসময় ডিসিতে থাকবে। আমার আশা, ও একদিন ফের ডিসিতে ফিরবে। ঋষভ তোমাকে ধন্যবাদ জানাই। এটা মাথায় রেখ যে আমরা সবসময় তোমাকে ভালোবাসা দিয়েছি। ভালো থেক চ্যাম্প। গোটা পৃথিবী তোমার পায়ে এসে পড়ুক। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তোমার প্রতি শুভকামনা রইল। তুমি যখন ফের ডিসিতে খেলবে, তোমার জন্য আমরা একইরকম ভাবে গলা ফাটাব। আনন্দ করব। আর, তোমার থেকে সেরাটা পাওয়ার আশা রাখব।'
আরও পড়ুন- টেস্ট হারের পরেই উত্তেজিত আলোচনা অনুশীলনে! ভারতীয় ড্রেসিংরুমে অশান্তি চরমে
পন্থ পালটা পোস্ট করেছিলেন, 'ছেড়ে যাওয়াটা সহজ ব্যাপার না। দিল্লি ক্যাপিটালসের যাত্রাপথটা সত্যিই দুর্দান্ত কেটেছে। যা আমি কল্পনাও করতে পারিনি। আমি যখন এই দলে যোগ দিয়েছিলাম, তখন বয়স অনেক কম ছিল। আপনার প্রতি আমার মনে চিরকাল শ্রদ্ধা থাকবে। আমি যখনই মাঠে নামব, আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমাকে পরিবারের সদস্য করে তোলা এবং আমার যাত্রাপথটিকে আনন্দময় করে তোলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।'