Ryan Harris on rift in Australia camp: টিম ইন্ডিয়ায় ভয়ঙ্কর রাজনীতি, ভুল বোঝাচ্ছেন গাভাসকার! সিরিজের মাঝপথেই ভয়াবহ বিস্ফোরণ অজি তারকার

Border Gavaskar Trophy: রায়ান হ্যারিস সম্মানের সঙ্গে খেলেছেম আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়া দলের সংঘাত নিয়ে এবার খোলামেলা মুখ খুললেন প্রকাশ্যে।

Border Gavaskar Trophy: রায়ান হ্যারিস সম্মানের সঙ্গে খেলেছেম আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়া দলের সংঘাত নিয়ে এবার খোলামেলা মুখ খুললেন প্রকাশ্যে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ryan Harris on India vs Australia

Ryan Harris on India vs Australia: অস্ট্রেলিয়া দল নিয়ে মুখ খুললেন রায়ান হ্যারিস (ইন্ডিয়ান এক্সপ্রেস ফাইল চিত্র এবং বিসিসিআই)

Ryan Harris on rift in Australia camp and Sunil Gavaskar claim: অস্ট্রেলিয়া ক্রিকেট শিবিরে ভাঙন ধরেছে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল পারথ টেস্টের সময়েই। সাংবাদিক সম্মেলনে জস হ্যাজেলউডের কাছে প্রশ্ন ধেয়ে এসেছিল, ভারতীয়দের চতুর্থ রানের টার্গেট অস্ট্রেলিয়া চেজ করতে পারবে কিনা! জবাবে গনগনে মেজাজে হ্যাজেলউড বলে দেন, সেটা অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারকে জিজ্ঞাসা করলেই জবাব পাওয়া যাবে।

Advertisment

সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এডিলেডে পিঙ্ক বলে দুই দলই দিন রাতের টেস্ট খেলতে নামছে আগামী শুক্রবার থেকে। এর মধ্যে যাঁকে নিয়ে এত আলোচনা সেই জস হ্যাজেলউডের চোট পেয়ে হঠাৎই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়া বেশ রহস্যজনক।

সুনীল গাভাসকার সেই জল্পনার বাষ্পে ধোঁয়া দিয়েছিলেন। স্পোর্টসস্টার-এ নিজের লেখা কলামে লিখেছিলেন, "কয়েকদিন পরেই হ্যাজেলউড দ্বিতীয় টেস্ট, হয়তবা সিরিজেরও বাইরে। অদ্ভুত প্রেস কনফারেন্স-এ কেউই এই ঘটনা খেয়াল করল না!"

আরও পড়ুন: ধোনির সঙ্গে কথা বলি না, ১০ বছর হয়ে গেল! বিশ্বজয়ী অধিনায়ককে সোজাসুজি বোমা হরভজনের

Advertisment

অজি শিবিরের ভাঙনের যে ইঙ্গিত গাভাসকার দিয়েছেন, সেটাই এবার পাল্টা উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার রায়ান হ্যারিস। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি মুখ খুলে বলেছেন, "দেখো, অস্ট্রেলিয়ার শিবিরে কোনও সংঘাত নেই। যা বলা হচ্ছে, পুরোটাই জঞ্জাল। এমনকি স্বয়ং মিস্টার গাভাসকারকেও বলতে শুনলাম, অস্ট্রেলিয়া শিবিরে নাকি ফাটল ধরেছে। পুরোটাই রাবিশ। এটা অস্ট্রেলিয়ায় কখনও হয় না। এটা তো বরং ভারতে হয়। আমি ওখানে এমন ঘটনার সাক্ষীও থেকেছি।"

"এখানে কোনও রাজনীতি নেই। ও যা বলেছে সেটা মোটেই দল থেকে বাদ পড়ার কারণ হতে পারে না। আমি দলের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ওঁরা বেশ স্মার্ট। ওঁরা সকলেই মিডিয়ার গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল। এই ঘটনা নিয়ে অস্ট্রেলীয় মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে। কারণ পারথে আমরা বিশ্রীভাবে হার হজম করেছি। ওঁরা শোচনীয়ভাবে হারের পথ খুলে দিয়েছিল।" বলেছেন তিনি।

ভারত টানা দুটো সফরে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর এবার প্ৰথম টেস্টেই ২৯৫ রানের বিধ্বংসী জয় পেয়েছে। রায়ান হ্যারিস এই নিয়ে বলেছেন, "আসলে অস্ট্রেলিয়ানরা, অজি মিডিয়া বুঝতে পেরেছে এই ভারতীয় দল গত দুবার জিতেছে। ওঁরা বেশ শক্তিশালী দল। তবে সবেমাত্র একটা টেস্ট খেলা হয়েছে। আর গাভাসকার-ও এখানে বেশ সম্মানীয়। একজন কিংবদন্তি। উনি এখানে এসে একটা ইঙ্গিত ভাসিয়ে দিয়েছেন। আর এখানকার মিডিয়া তা নিয়ে লাফালাফি করছে।"

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team India-Bangladesh Border Team-India Team India Team India