Harbhajan Singh reveals rift with MS Dhoni: বড়সড় খোলসা করলেন এবার হরভজন সিং। বিস্ফোরক মন্তব্যে জানিয়ে দিলেন বহুদিন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর কথাবার্তা বন্ধ। এক দশকের বেশি সময় ধরে ধোনির সঙ্গে বাতচিত করেননি তিনি। শেষবার মুখোমুখি কথা হয়েছিল আইপিএলে সিএসকের জার্সিতে খেলার সময়।
২০০৭-এ টি২০ এবং ২০১১-য় বিশ্বকাপ জিতেছেন ধোনি-হরভজন সতীর্থ হিসাবে। তবে ভাজ্জির বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন দুজনের মধ্যে কোনও যোগাযোগ নেই। নিউজ-১৮'এ নিজের বক্তব্য জানাতে গিয়ে হরভজন বলেছেন, "আমি ধোনির সঙ্গে কথা বলি না। সিএসকেতে খেলার সময় শেষবার ওঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল। নাহলে ওঁর সঙ্গে আর কথা হয়নি। ১০ বছর হয়ে গেল কথা হয় না।"
"জানি না কেন কথাবার্তা হয়নি। আমার সঙ্গে কেন কথা বলে না, তা নিয়ে ওঁর নিজস্ব কারণ থাকতে পারে। যখন আইপিএলে খেলতাম সেই সময় কথাবার্তা হত, তবে পুরোটাই মাঠে সীমাবদ্ধ থাকত। ম্যাচের পর ও আমার রুমে আসত না। আমিও ওঁর রুমে যেতাম না।"
জাতীয় দলের হয়ে ধোনি-হরভজন শেষবার আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন ২০১৫-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিন বছর পর দুজনের রিইউনিয়ন ঘটে সিএসকের হয়ে খেলার সময়। "আমি মোটেও ওঁর বিরুদ্ধে নই। ওঁর যদি কিছু বলার থাকে, আমাকে নির্দ্বিধায় বলতে পারে। তবে ওঁর তরফেও যদি কোনও সমস্যা থাকত, এতদিনে আমাকে বলে ফেলত। ওঁকে কখনও ফোন করার চেষ্টা করিনি। কারণ আমার প্যাশন মারাত্মক। আমি তাঁদেরই ফোন করি, যাঁরা আমার ফোন রিসিভ করবে। নাহলে আমার এত সময় নেই।"
"যাঁরা আমার বন্ধু তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। সম্পর্কের অর্থ সবসময় দেওয়া এবং নেওয়া সমানুপাতিক হারে। আমি যদি কাউকে সম্মান করি। তাহলে আমারও সেই সম্মান ফেরত পাওয়ার প্রত্যাশা থাকবে। অন্তত পক্ষে কোনও প্রত্যুত্তর আসবে। তবে আমি যদি দু-একবার ফোন করার পর সাড়া না পাই, তাহলে কেবল প্রয়োজনেই আমি তাঁদের সঙ্গে মিশব।" খুল্লামখুল্লা বলেছেন টার্বুনেটর।