Mohammed Shami set to fly to Australia: সৈয়দ মুশতাক আলি টি২০ ট্রফিতে খেলার পর বিসিসিআইয়ের কাছে ফিটনেস টেস্ট দিলেন পেসার মহম্মদ শামি। যা দেখে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচে শামির ভারতীয় স্কোয়াডে ফেরার আশা বাড়ল। নির্বাচকরা এখন শামির ফিটনেস রিপোর্টের অপেক্ষায় আছেন। রিপোর্ট ভালো হলেই অস্ট্রেলিয়া যাওয়ার সবুজ সংকেত পাবেন এই পেসার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞ চিকিৎসকরা শামির ফিটনেস টেস্ট নিয়েছেন। তাঁরাই দেবেন ছাড়পত্রের রিপোর্ট।
সূত্রের খবর, শামির জার্সিও ইতিমধ্যে তৈরি করিয়ে রেখেছে বিসিসিআই। এমনকী তাঁর ভিসাও নাকি তৈরি। শুধু ফিটনেস মিললেই তিনি অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচ হয়েছে পার্থে। সেখানে ভারতীয় দল ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। বর্তমানে এডিলেডে গোলাপি বলের টেস্ট চলছে। হর্ষিত রানা এখনও সেভাবে দাগ কাটতে পারেননি। এমনটাই ধারণা বোর্ডের বিশেষজ্ঞদের একাংশের। সেক্ষেত্রে পরিপক্ক শামি ফিট থাকলে অজিদের পিচে আগুন ঝরাতে পারবেন। এমনটাই তাঁদের ধারণা।
বিসিসিআইয়ের এক আধিকারিক এই ইস্যুতে বলেছেন, 'নির্বাচক কমিটি এনসিএর থেকে শামির ফিটনেস সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষা করছে। ও ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরু গিয়েছিল। শামি ইতিমধ্যে রঞ্জি ম্যাচে খেলেছে। টি২০ ট্রফিতেও খেলেছে। দুটোতেই ও বেশ ভালো খেলেছে। ওঁর কিট পুরো তৈরি আছে। আমরা শুধু এনসিএর ছাড়পত্রের অপেক্ষা করছি।'
তবে, শামির ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন বলেছেন, 'শামির সঙ্গে এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের কোনও যোগাযোগ হয়নি। এমনিতে ও ফিট। রঞ্জি ম্যাচে খেলেছে। বাংলাকে সৈয়দ মুশতাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে সাহায্য করেছে। লাল বলে দীর্ঘক্ষণ বল করছে। সাদা বলে ২০ ওভারজুড়ে খেলছে। ওঁরা আর কী প্রমাণ চান? ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি সিরিজ জিততে চায়, তবে ব্রিসবেন টেস্টের আগে ওঁকে ডাকবে। একা বুমরা সিরিজ জেতাতে পারবে না। শামির সাহায্য দরকার। আমরা অ্যাডিলেড টেস্টেই তো সেটা দেখছি। অভিজ্ঞতা বলে একটা বিষয় আছে। শামি যদি অস্ট্রেলিয়ায় না যান, তবে কী করবেন? তিনি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলবেন। এতে কার ক্ষতি?'
টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী ইতিমধ্যেই ভারতের পেস আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাকি তিন টেস্ট ম্যাচে ভারতীয় দলকে শক্তিশালী করতে শামিকে টিম ইন্ডিয়ায় ফেরানো দরকার। শামির ব্যাপারে শাস্ত্রী বলেছেন, 'শামি যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়ায় পৌঁছবে, টিম ইন্ডিয়ার পক্ষে ততই ভালো।'
শামি শেষবার ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলেছেন। তার আগে ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের সময় ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন। সম্প্রতি পায়ের চোট সারিয়ে বাংলা দলের হয়ে খেলতে শুরু করেছেন। ৩৪ বছর বয়সি পেসার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাংলার পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। এই ট্রফিতে বাংলার নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে শামির বিশেষ অবদান রয়েছে। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- ধসে গেল ভারতের টপ অর্ডার! হারের মুখে ভারত
রঞ্জি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে বাংলার জয়ে নেতৃত্ব দিয়েছেন। আর, এসবের ফলেই তিনি জাতীয় দলে ডাক পেতে পারেন। ১৪ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট শুরু হচ্ছে। সেই ম্যাচের স্কোয়াডে তিনি থাকতে পারেন। তবে, তার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেটটা জরুরি। এই সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মেলবোর্ন এবং সিডনিতে। শাস্ত্রী সেদিকেই ইঙ্গিত করেছেন। শামির জাতীয় দলে ফেরার প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, 'আমার মনে হয় যে ব্রিসবেনটা একটা তাড়াতাড়ি হয়ে যাবে। শামি হয়তো মেলবোর্ন বা সিডনিতে জাতীয় দলে ডাক পেতে পারেন।'