/indian-express-bangla/media/media_files/2024/12/06/dIm7WRy9Mv1qPv5qa5Ei.jpg)
siraj and labuschagne: এই সেই বিতর্কিত মুহূর্ত (স্ক্রিনগ্র্যাব)
Mohammed Siraj throws the ball to Marnus Labschagne in Pink Ball Test: রাগকে বশ মানাতে পারলেন না। এডিলেড টেস্টে মেজাজ হারালেন মহম্মদ সিরাজ। লম্বা রান আপের শেষে সিরাজ যখন ডেলিভারি করবেন, ঠিক তার আগের মুহূর্তে লাবুশেন নিজেকে ব্যাটিং প্রান্ত থেকে সরিয়ে নেন। তবে বল করা থামাননি তারকা পেসার। সোজা বল অফস্ট্যাম্পের বাইরে দিয়ে ছুঁড়ে দেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। সেই সময়ে সিরাজ যখন রান আপ চালু করে দিয়েছেন, সেই সময়ে সাইটস্ক্রিনের কাছে এক সমর্থক সমস্যা তৈরি করেন লাবুশেনের জন্য। কাঁচের লম্বা ফানেল নিয়ে যাচ্ছিলেন তিনি। দৃষ্টিতে বাধা পড়তেই নিজেকে স্ট্যান্স থেকে সরিয়ে নেন লাবুশেন। তবে বল করা থামাননি। বরং বাধা তৈরি হতে সিরাজ থেমে গিয়েও বল ছুঁড়ে দেন লাবুশেনের দিকে। তারপরেই দুই তারকা বাক্য বিনিময় করেন।
আরও পড়ুন: লাবুশেনকে বাঁদুরে-ভঙ্গি বুমরার! আগুন হয়েই আগুন ফেরালেন সুপারস্টার, চরম উত্তাপ, দেখুন ভিডিও
দিনের শেষে অবশ্য লাবুশেনই শেষ হাসি হেসেছেন। নিজের উইকেট অক্ষত রেখেছেন। তিনি ২০ রানে ব্যাট করছেন। নাথান ম্যাকসোয়েনিও ৩৮ করে খেলছেন। ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া দিনের শেষে লড়াকু ইনিংস উপহার দিয়ে ৮৬/১ তুলে ফেলেছে।
• Man runs behind the sight screen with a beer snake
— 7Cricket (@7Cricket) December 6, 2024
• Marnus pulls away while Siraj is running in
• Siraj is not happy
All happening at Adelaide Oval 🫣 #AUSvINDpic.twitter.com/gRburjYhHg
যাইহোক, লাবুশেন এবং সিরাজের সংঘাত নতুন কিছু নয়। পারথেও দুজনে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন। অজি ব্যাটারের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে বলতে গিয়ে সিরাজ বলেছিলেন, ক্রিজে যতটা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ও নিজেকে উপস্থাপন করে, সেরকম মোটেও নয় ও।
"মার্নাসকে বল করতে বরাবর ভালো লাগে। কারণ ও চাপের মধ্যে খেলতে পছন্দ করে। বল খেলার চেষ্টা না করে লিভ করতে চায় ও। বল ডিফেন্ড করলে এমন ভাবভঙ্গি করে যেন ও আত্মবিশ্বাসী। তবে ওটা প্রকৃত আত্মবিশ্বাস নয়। আর আমি বরাবরই আত্মবিশ্বাসী থাকি।" ব্রডকাস্টার চ্যানেলে সঞ্চালক যতীন সাপ্রুকে হালকা ছলে সিরাজ এমনটাই বলেছিলেন রবি শাস্ত্রী এবং ওয়াসিম আক্রমের উপস্থিতিতে।