Jasprit Bumrah Marnus Labuschagne animated exchange in Pink Ball Test: বর্ডার গাভাসকার ট্রফির প্রতি ম্যাচেই যেন উত্তেজনার শিহরণ। প্রত্যেক মুহুর্তেই নতুন নতুন নাটকের অবতারণা। এডিলেডে গোলাপি বলের টেস্টের শুরুর দিনেই সাক্ষী থাকল একাধিক মুহূর্ত। যা টেনশনের লয় বাড়িয়ে দিল এক লহমায় অনেকটা।
অস্ট্রেলিয়ার ইনিংসের সময় জসপ্রীত বুমরা এবং মার্নাস লাবুশেন কাণ্ডকলাপ বেশ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। পারথ টেস্টে বুমরার সামনে খেই হারিয়ে ফেলেছিল অজি ব্যাটাররা। কঠিন রক্ষণের চাদরে মুড়ে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন সকলেই।
তবে এডিলেডে অনেক সদর্থক ভঙ্গিতে বুমরার মোকাবিলা করতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে। অস্ট্রেলীয় ইনিংসের ১৩ তম ওভারের ঘটনা। সেই ওভারে বুমরার এক ধারালো ইনসুইংগার দারুণভাবে প্রতিহত করেন মার্নাস লাবুশেন।
তারপরেই ভারতীয় তারকা বোলারকে স্লেজ করে বসেন তিনি। পাল্টা বুমরা হেসেই সেই অপমান উড়িয়ে দেন। প্রতিদ্বন্দিতায় তিনি যে অজি ব্যাটারকে এক চুলও ছাড় দেবেন না, তা বুঝিয়ে দেন। পরের বলেই বুমরার লেন্থ বল লাবুশেনের ব্যাটের প্রায় কানায় লেগে পৌছেই গিয়েছিল কিপার পন্থের কাছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টে অন্ধকারে ডুবে গেল মাঠ, কোহলি-রোহিতদের সামনে বিরাট বিপর্যয় এডিলেডে
তবে অল্পের জন্য রেহাই পান অজি তারকা। তারপরেই বুমরা অদ্ভুত অঙ্গভঙ্গি করে লাবুশেনকে জবাব দেন তাঁরই ভাষায়। সেই ওভারে নাটকের পর নাটক যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।
কমেন্ট্রি করতে বসে গিলক্রিস্ট স্বয়ং বলে দেন, "দুজনের হাসিতে বিভ্রান্ত হলে চলবে না। উত্তাপ ছড়িয়ে পড়েছে। টেস্ট ক্রিকেট হিংস্রভাবে খেলা হচ্ছে। আর মার্নাস মোটেই পিছু হটছে না।" অন্য ধারাভাষ্যকার কেরি ও'কিফের সংযোজন, "এটা বক্সিং ডে টেস্ট ম্যাচ, তাই নয় কী!"
যাইহোক, প্ৰথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের ছয় উইকেটের সামনে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া শেষ সেশনের পুরোটা ব্যাটিং করে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ফেলেছে ৮৬ রান।
বুমরার বলে খোয়াজা আউট হয়ে গেলেও নাথান ম্যাকসোয়েনি (৩৮) এবং লাবুশেন (২০) খেলার রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে। দুজনে দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে ফেলেছেন।