Advertisment

IND vs AUS: কালো আর্মব্যান্ড পরে মাঠে অস্ট্রেলিয়ানরা! বড় রহস্য ফাঁস হল ভারতের ব্যাটিং শুরু হতেই

IND vs AUS, Pink Ball Test: দ্বিতীয় টেস্ট হয়ে থাকল স্মরণ করার মঞ্চ। হিউজেস এবং ইয়ান রেডপ্যাথের জন্য স্মৃতিতে অনন্য ব্যবস্থা আয়োজন করল অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Cricket Australia black armbands

Cricket Australia black armbands: কালো আর্মব্যান্ড হাতে মার্নাস লাবুশেন (ক্রিকেট.কম.এইউ, স্ক্রিনগ্র্যাব)

Australian players wear black armbands during India Test: বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে এডিলেডে অজি দলকে মাঠে দেখা গেল হাতে কালো আর্মব্যান্ড পরে নামতে। আসলে জাতীয় দলের দুই ক্রিকেটার ফিল হিউজেস এবং ইয়ান রেডপ্যাথকে স্মরণীয় করে রাখার জন্য কালো আর্মব্যান্ড পরে নামলেন মিচেল স্টার্ক-কামিন্সরা।

Advertisment

২০১৪-য় শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার সময় শর্ট বল মাথায় আছড়ে পড়েছিল ফিলিপ হিউজেসের। সেই সময় হিউজেস ছিলেন মাত্র ২৫ বছরের। চলতি মাসের শুরুতেই আবার প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৬৬ টেস্ট খেলা ৮৮ বছরের ইয়ান রেডপ্যাথ।

অজি দলের হয়ে ২৬ টেস্ট খেলা হিউজেস ১৫৩৫ রান করেছিলেন। নিউ সাউথ ওয়েলশ-এর ম্যাকসভিলের তারকা ক্যাঙারুদের হয়ে ২৫ ওয়ানডে এবং ১টি টি২০-ও খেলেছিলেন। বর্ডার গাভাসকার ট্রফি শুরুর হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে নবীন-প্রবীণ দুই প্রয়াত নক্ষত্রের স্মরণে আয়োজনের ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টে অন্ধকারে ডুবে গেল মাঠ, কোহলি-রোহিতদের সামনে বিরাট বিপর্যয় এডিলেডে

Advertisment

এডিলেড টেস্ট চলার সময়েই দশম প্রয়াণ বার্ষিকী পড়েছে। তাই টেস্ট শুরুর আগে মাঠে ছোটখাটো তথ্যচিত্র দেখানো হয় এডিলেড ওভালে। গত সপ্তাহে শেফিল্ড শিল্ডেও ফিলিপ হিউজেসের স্মরণে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেছিলেন। ১৯৬৪ থেকে ১৯৭৬ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া রেডপ্যাথ আবার ৪৭৩৭ রান করেছেন, ৪৩.৩৫ গড়ে।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২২৬ ম্যাচে ১৪৯৯৩ রান করেছিলেন প্রায় ৪২-এর কাছাকাছি গড় সমেত। মেলবোর্নে অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় শতরান হাঁকিয়ে ফেলেছিলেন। তবে ৯৭ রানে তিনি আউট হয়ে যান জো প্যাট্রিজের বলে। ওয়েস হল, চার্লস গ্রিফিথ, গ্যারি সোবার্স, ল্যান্স গিবস-দের আক্রমণ সামলে কেরিয়ারের প্ৰথম শতরান হাঁকান সিডনিতে।

Cricket Australia
Advertisment