Advertisment

IND vs AUS: অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্টে অন্ধকারে ডুবে গেল মাঠ, কোহলি-রোহিতদের সামনে বিরাট বিপর্যয় এডিলেডে

IND vs AUS, Pink Ball Test: আয়োজক হিসাবে মুখ পুড়ল এডিলেড ক্রিকেট মাঠের। অন্ধকারে ডুবে গেল এডিলেড টেস্টের মাঠ। ক্রিকেটাররা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়লেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Floodlight failure in adelaide

Flood light failure in adelaide: এডিলেড টেস্টে ফ্লাডলাইট গেল নিভে (স্ক্রিনগ্র্যাব)

Flood lights failure in Pink Ball Test: মন্দ আলোর কারণে ক্রিকেট ম্যাচে বিঘ্ন ঘটার বহু দৃষ্টান্ত রয়েছে। তবে মন্দ ফ্লাডলাইটের কারণে ম্যাচ ভণ্ডুল হওয়ার উদাহরণ খুব বেশি নেই। শুক্রবার সেটাই ঘটল এডিলেড টেস্টে। দিন রাতের টেস্ট ম্যাচে খেলতে নেমেছিল ভারত অস্ট্রেলিয়া।

Advertisment

ভারত ১৮০ রানে অলআউট হয়ে যাওয়ার পর খেলা নিয়ম মেনে গড়ায় সায়াহ্নের দিকে। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের প্ৰথম স্পেল সামলে নিয়ে কড়া লড়াই চালাচ্ছিলেন অজি ব্যাটাররা। ডিনার ব্রেকের পর উসমান খোয়াজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশেন কড়া রক্ষণাত্মক চাদরে ভারতীয় বোলিংকে প্রতিহত করতে থাকেন।

আরও পড়ুন: বলের গ্যাপে দুবার আউটে ছাড়, তৃতীয়বারে সোজা প্যাভিলিয়ন! KL রাহুলকে নিয়ে ধুন্ধুমার নাটক এডিলেডে, দেখুন

তবে অস্ট্রেলীয় ইনিংসের ১৮তম ওভারে দু-বার ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। গোটা মাঠ অন্ধকারে ডুবে যাওয়ার পর দু-মিনিট বন্ধ রাখতে হয় ম্যাচ। সেই ওভারে বল করছিলেন হর্ষিত রানা। ১৭.২ ওভারে ফ্লাডলাইট নিভে যাওয়ার পর সঙ্গেসঙ্গেই আলো ফিরে এসেছিল। তবে বেশিক্ষণ সেই আলো স্থায়ী হয়নি।

Advertisment

দুটো ডেলিভারি পরেই ফের একবার আলো চলে যায়। প্রয়ান্ধকার মাঠেই ঋষভ পন্থ, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের মত স্লিপ ফিল্ডাররা হাডল করতে থাকেন। বলের ছন্দ নষ্ট হয়ে যাওয়ায় হর্ষিত রানাকে হতাশ হয়ে পড়তে দেখা যায়।

তবে ফ্লাডলাইটে যান্ত্রিক ত্রুটি এই প্ৰথমবার ঘটল না। ২০১৬-য় ফ্লাডলাইট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল দলীপ ট্রফিতে। লিগের সেই ম্যাচে গ্রেটার নয়ডা স্টেডিয়ামে ফ্লাডলাইটে বিঘ্ন ঘটায় ম্যাচ একঘন্টা বন্ধ রাখতে হয়।

সেই ম্যাচে ছয়টা ফ্লাডলাইটের তিনটিই অকার্যকর হয়ে দাঁড়ায় শেষমেশ। তৃতীয় সেশনে প্লেয়াররা সেই কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে ম্যাচ রাত ৯টা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়।

Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team
Advertisment