Advertisment

Michael Vaughan roasts Wasim Jaffer: ভারত তো কচুকাটা হল! জাফরকে টুইট করে আবারই বড় অপমানের পথে ভন

Border Gavaskar Trophy: বর্ডার গাভাসকার ট্রফি শুরুর একদিন আগেই লেগে গেল ভন-জাফরের। কেউ কাউকে ছাড়তে নারাজ। বিরাট উত্তেজনা, সঙ্গে তুমুল হইচই চারদিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Michael Vaughan, Wasim Jaffer, মাইকেল ভন, ওয়াসিম জাফর

Michael Vaughan-Wasim Jaffer: বামদিক থেকে মাইকেল ভন, বিজিটি ও ওয়াসিম জাফর। (ছবি- টুইটার)

Michael Vaughan roasts Wasim Jaffer: শুরু হওয়ার আগেই বিজিটি ২০২৪-২৫ নিয়ে চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ওয়াসিম জাফর, মাইকেল ভন। শুক্রবারই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)। তার আগে দেখা গেল, এই ট্রফি নিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটার জাফর ও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভন সোশ্যাল মিডিয়াতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ট্রোল করেছেন। এমনিতে ভন আর জাফর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কিন্তু, তাঁদের এবারের দ্বন্দ্ব বিজিটির উত্তেজনা কয়েকগুণ বাড়িতে তুলেছে।

Advertisment

এমনিতে ইংল্যান্ড ভারতের সঙ্গে খেলুক ছাই না খেলুক, যখনই ভারতীয় ক্রিকেট দল অ্যাকশনে থাকে, ভন সর্বদা জাফরকে তোপ দাগেন। আর, তাঁদের লড়াই অনুরাগীদের মনোযোগ টানে। আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতেও দেখা গেল যে তার ব্যতিক্রম হল না। এবারের লড়াইয়ের সূত্রপাত হয়েছে, জাফরের মন্তব্য দিয়ে। ২২ নভেম্বর, শুক্রবার পার্থে প্রথম টেস্ট শুরুর আগে ওয়াসিম জাফর বলেছেন যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল চাপে থাকবে। কারণ, নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হয়ে ভারত এখন গা ঝাড়া দিয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে পাল্লা দিতে অস্ট্রেলিয়াকে ভালো খেলতে হবে বলেই জাফর জানিয়েছেন। তিনি, ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রেকর্ড অত্যন্ত ভালো, সেই তথ্যও তাঁর বক্তব্যের সমর্থনে তুলে ধরেছেন। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় শেষ দুটি টেস্ট সিরিজ জিতেছে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন জাফর। 

এই প্রসঙ্গে ওয়াসিম জাফর সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'আমি মনে করি ভারতের থেকেও অজিদের ওপর চাপ বেশি। অজিরা ১০ বছরে টেস্ট ক্রিকেটে ভারতকে হারায়নি। তারা ঘরেও হেরেছে। তারা আরও একটি হারলে, মাথা ঝুঁকে যাবে। তাদের দলে হাতেগোনা কয়েকজন বুড়ো সুপারস্টার আছেন। যাঁরা দল হারলে আর সুযোগই পাবেন না। ভারতের কিন্তু হারানোর কিছু নেই।'

আরও পড়ুন- ১ম অজি সফরের ১৩ বছর পর হচ্ছে ভারতীয় কিংবদন্তির পারথ অভিষেক! বড় আপডেট এল ম্যাচের আগেই

সেসব পড়ে মাইকেল ভন বলেছেন, ঘরের মাঠে সাম্প্রতিক হোয়াইটওয়াশ ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। ভারত সম্প্রতি টেস্ট ক্রিকেটে সেরা ফর্মে নেই। ইতিহাস যাই বলুক, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকার ট্রফিতে হোয়াইটওয়াশ করার ক্ষমতা ভারতের নেই। জাফরকে কাউন্টার করে ভন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'ভারতের হারানোর অনেক কিছু আছে। ওয়াসিম... তারা সবেমাত্র ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। ভারত কখনই এই পরিস্থিতিতে বিদেশে গিয়ে দুর্দান্ত খেলতে পারে না।'

Test cricket Cricket News Border-Gavaskar Trophy Michael Vaughan Wasim Jaffer
Advertisment