Advertisment

Ravichandran Ashwin in Team India playing XI: ১ম অজি সফরের ১৩ বছর পর হচ্ছে ভারতীয় কিংবদন্তির পারথ অভিষেক! বড় আপডেট এল ম্যাচের আগেই

Border Gavaskar Trophy: শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ধুন্ধুমার টেস্ট সিরিজ। প্ৰথম টেস্টের প্লেয়িং ইলেভেনে শিকে ছিঁড়তে চলেছে অশ্বিনের, বাদ জাদেজা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল,

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল। (ছবি- টুইটার)

India vs Australia, Ravichandran Ashwin: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম টেস্ট। পার্থে এই টেস্ট খেলা হবে। তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফরের ১৩ বছর পর এই পার্থে প্রথম টেস্ট খেলবেন এক ভারতীয় তারকা। ২০১১ সালে ওই তারকার টেস্ট অভিষেক হয়েছিল। তারপর থেকে তিনি অস্ট্রেলিয়া সফরও করেছেন। কিন্তু, কখনও পার্থে খেলেননি। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি ২২ নভেম্বর, শুক্রবার শুরু হবে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে অপটাস স্টেডিয়ামে। এখানেই তিনি পার্থে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন।

Advertisment

ব্লকবাস্টার ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হবে ২২ নভেম্বর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এটাই সিরিজের উদ্বোধনী ম্যাচ। যে স্টেডিয়ামে খেলা হবে, এটা কার্যত নতুন স্টেডিয়াম। ২০১৮ সালে এখানে প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজন হয়। সেবার টিম ইন্ডিয়া ১৪৬ রানে হেরে গিয়েছিল। তারপর, এই মাঠে দ্বিতীয়বার টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার মধ্যে কয়েকজন ভারতীয় খেলোয়াড় আবার পার্থে তাঁদের প্রথম টেস্ট খেলতে চলেছেন। সেই তালিকায় ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিনও। তিনি ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করা প্রতিটি ভারতীয় টেস্ট দলে ছিলেন। কিন্তু, কখনও পার্থ টেস্ট খেলেননি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় দলে অশ্বিনই একমাত্র স্পিনার থাকছেন। এখানে অভিষেক হতে চলেছে অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিরও। অশ্বিন ২০১১ সিরিজে ৩টি টেস্ট, ২০১৪-১৫ সিরিজে ৩টি টেস্ট, ২০১৮-১৯ সিরিজে ১টি টেস্ট এবং ২০২০-২১ সিরিজে ৩টি টেস্ট খেলেছিলেন। চতুর্থ টেস্ট ম্যাচের আগে তিনি চোট পান। তারপর গাব্বায় খেলতে পারেননি। তারপরই সিরিজের শেষ খেলায় ওয়াশিংটন সুন্দরের টেস্ট অভিষেক হয়েছিল। সুন্দরও স্পিনার, রবীন্দ্র জাদেজাও তাই। তবে, জাদেজার এই সিরিজে খেলার সম্ভাবনা কম বলেই আপাতত জানা গিয়েছে।

আরও পড়ুন- যেমন বাবা, তেমন ছেলে! ছক্কার আগুনে এবার ডাবল সেঞ্চুরি শেওয়াগ পুত্রের, কেঁপে গেল দুনিয়া

পার্থ ম্যাচে জসপ্রীত বুমরা দু'বছর বাদে টেস্ট ক্রিকেটে অধিনায়ক পদে ফিরবেন। তাঁর দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মার সম্প্রতি ছেলে হয়েছে। তার জন্যই রোহিত সিরিজের প্রথম টেস্ট ম্যাচে থাকতে পারছেন না। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে বুমরার অভিষেক হয়েছিল। ডানহাতি পেসার টি২০-তে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলের ইনিংস শুরু করার সম্ভাবনা আছে। দেবদত্ত পারিক্কল তিন নম্বরে ব্যাট করতে পারেন। ২০২৪ সালের প্রথম দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পারিক্কলের টেস্ট অভিষেক হয়েছিল।

Test cricket Ravichandran Ashwin Cricket News Indian Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment