KL Rahul in Pink Ball Test: তিনি যখন ফিরলেন, স্কোরবোর্ডে ভারতের নামের পাশে ৬৯/২। তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল এই ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই বিদায় নেন। কিন্তু, কেএল রাহুল টিকেছিলেন। তবে, সেটা বরাতজোরে বলাই ভালো। তখন বল করতে এসেছেন স্কট বোল্যান্ড।
রাহুল তখনও ১৮ বল খেলে একটা রানও করতে পারেননি। সেই সময় বোল্যান্ডের প্রথম বল রাহুলের ব্যাটে লেগে উইকেটরক্ষক অ্যালেক্স কেরির হাতে চলে যায়। অজি ক্রিকেটাররা তখন উইকেট পাওয়ার আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছেন। রাহুলও ফেরার পথ ধরেছেন।
এমন সময়ে আম্পায়ার ইলিংওয়ার্থের ডানহাত ওপরে উঠে যায়। জানিয়ে দেয়, বলটা 'নো' ছিল। কিন্তু, রাহুল সেসব দেখেননি। তিনি নিজের মত হাঁটা লাগিয়েছিলেন। ওসব দেখে ভারতের ৪র্থ ব্যাটার বিরাট কোহলি সীমান্তের দড়ি পেরিয়ে মাঠে ঢুকে পড়েন আরকি।
আরও পড়ুন: অশ্বিনকে কেন খেলানো হচ্ছে দিন-রাতের টেস্টে, ওয়াশিংটন বাদ পড়তেই আসল রহস্য ফাঁস
যাই হোক, ইঙ্গিত দেখে রাহুল শেষ পর্যন্ত ক্রিজে ফিরে যান। তিনি ফের ব্যাট করা শুরু করেন। কোহলিও প্যাভেলিয়নে ফিরে আসেন। এর ঠিক পাঁচ বল পর, ফের রাহুল আউট হতে চলেছিলেন। তবে, তৃতীয় স্লিপে তাঁর ক্যাচটা উসমান খোয়াজা ফেলে দেন। ফের বেঁচে যান ভারতের এই অন্যতম ওপেনার।
KL Rahul played 3 innings as opener in tough batting conditions & looked incredibly solid in all🔥
— Rajiv (@Rajiv1841) December 6, 2024
On same pitches except for Perth's 2nd inning, everyone was looking miserable in top 6 except Gill today & Pant in Perth. KL just got to be consistent here.pic.twitter.com/DEZrzjPN8w
এরপর অবশ্য বেশ কিছুক্ষণ টিকে থাকেন রাহুল। আর, শুভমান গিলের সঙ্গে তাঁর পার্টনারশিপ ভারতের দুর্গকে কোনওমতে রক্ষা করে। আউট হওয়ার আগে রাহুলের রান দাঁড়ায় ৬৪ বলে ৩৭। মেরেছেন ৬টি চার।
Luck favour to brave Kl Rahul ♥️.#KLRahul | #INDvsAUS pic.twitter.com/CWS68yPFN4
— Lord Kl Rahul (@temba215) December 6, 2024
KL Rahul didn't just get his form back but his cursed luck too 💀 pic.twitter.com/HpM5y8XcvI
— Dinda Academy (@academy_dinda) December 6, 2024
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের ম্যাচে ভারতকে প্রায় একাই ধসিয়ে দেন মিচেল স্টার্ক। তিনি তাঁর কেরিয়ারে তৃতীয় প্রথম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড গড়লেন। যশস্বীর উইকেট স্টার্ককে সেই রেকর্ড এনে দিল। স্টার্কের বল যশস্বীর ব্যাট মিস করে। গিয়ে লাগে তাঁর প্যাডে।
যশস্বী অবশ্য প্রথমে আউট মানতে চাননি। তিনি পার্টনার রাহুলের সঙ্গে কথা বলে রিভিউ নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু, তাঁর আবেদন গ্রাহ্য না হওয়ায় ফিরতে হয় যশস্বীকে। ম্যাচে এখনও উইকেট না পেলেও ভালো বল করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
তিনি ৪টি মেডেন ওভার নিয়েছেন। ৭ ওভার বল করে দিয়েছেন মাত্র ২১ রান। রাহুল মধ্যাহ্নভোজের বিরতির আধঘণ্টা আগে আউট হন স্টার্কের বলে। তিনি স্টার্কের বলে নাথান ম্যাকসুইনিকে ক্যাচ দেন। এরপর বিরাট কোহলিকে মাত্র ৮ রানের মধ্যে ফিরিয়ে দেন স্টার্ক।
মধ্যাহ্নভোজের আগে ভারতকে শেষ আঘাত হানেন স্কট বোল্যান্ড। তাঁর বলে শুভমান গিল এলবিডব্লিউ হন। যার ফলে, ৮১ রান ৪ উইকেট হারায় টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের আগে তা বেড়ে হয় ৪ উইকেটে ৮২।