India vs Australia prime minister's XI: বৃষ্টির মধ্যে ভারতীয় ক্রিকেটারদের আহত করার 'চক্রান্ত'! ক্যানবেরার নক্কারজনক কাণ্ড ঘটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট

Border Gavaskar Trophy: ভারতের কোটিপতি ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করা হল অস্ট্রেলিয়ার মাটিতে, ভাবলেই গা শিউরে উঠবে, বিতর্ক চরমে, তীব্র প্রতিবাদ চারদিকে

Border Gavaskar Trophy: ভারতের কোটিপতি ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করা হল অস্ট্রেলিয়ার মাটিতে, ভাবলেই গা শিউরে উঠবে, বিতর্ক চরমে, তীব্র প্রতিবাদ চারদিকে

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Australia, Cricket, ভারত, অস্ট্রেলিয়া, ক্রিকেট

India-Australia Cricket: প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত। (ছবি- বিসিসিআই)

India vs Australia prime minister's XI: ক্রিকেট অস্ট্রেলিয়া কি ভারতীয় খেলোয়াড়দের আহত করার চেষ্টা করছে? এই ইস্যুতে এবার নতুন বিতর্কে চলতি বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের জন্য ক্যানবেরার মানুকা ওভালে অত্যন্ত নিম্নমানের ব্যবস্থা রেখেছে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। এখানেই প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে ক্রিকেট খেলা হচ্ছে। রিপোর্টে প্রকাশ, ম্যাচ খেলতে আসা ভারতীয় খেলোয়াড়দের বৃষ্টির সময় ছাতা পর্যন্ত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া প্রশাসন।

Advertisment

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ক্যানবেরায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রোহিতের দলের। শনিবার (৩০ নভেম্বর) ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টিতে উদ্বোধনী দিনের খেলা ভেস্তে যায়। তার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ভারতীয় দল। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল যখন স্টেডিয়ামে পৌঁছয়, তখন তাঁদের জন্য যথাযথ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। টিমবাস থেকে ভারতীয় খেলোয়াড়রা বের হওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় তাঁদের ছাতা দেওয়া হয়নি বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের মাথায় থাকা ছাতার ভরসায় শেষ পর্যন্ত স্টেডিয়ামে পৌঁছন ভারতীয় খেলোয়াড়রা। 

Advertisment

সবাই আবার সেই সুযোগও পাননি। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের বৃষ্টির মধ্যেই বাস থেকে ড্রেসিংরুমে পৌঁছতে হয়েছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে খেলোয়াড়দের বৃষ্টির হাত থেকে বাঁচতে ড্রেসিংরুমের দিকে ছুটে যেতে দেখা গিয়েছে। ভারতীয় খেলোয়াড়রা পিছল রাস্তায় ছুটে বাস থেকে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় তাঁদের চোট-আঘাত লাগার সম্ভাবনা ছিল বলেই অভিযোগ। সৌভাগ্যক্রমে, কোনও খেলোয়াড়ের চোট লাগেনি। তাঁরা নিরাপদেই ড্রেসিংরুমে পৌঁছেছেন। তবে, এই ঘটনা ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যক্কারজনক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন- টেস্টে শচীনের বেশি রানের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট! ভারতীয় কিংবদন্তিকে সরিয়ে এখন সেরা ইংরেজই

প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, ক্রিকেট অস্ট্রেলিয়া এই ম্যাচে পরিবর্তন এনেছে। দুই দল এখন একদিনের ম্যাচ খেলছে। এই ম্যাচ অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখছে ভারতীয় দল। অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচ হবে। ওই ম্যাচও হবে গোলাপি বলে। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর শুরু হতে চলেছে। ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচেও জিততে চাইছে। পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম ম্যাচে ব্যাট থেকে বল, সবেতেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ২৯৫ রানে প্রথম টেস্ট জিতে টিম ইন্ডিয়া চলতি টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত শর্মা ও শুভমান গিল খেলবেন। ফলে, টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবে। 

Test cricket Cricket News Australia Cricket Team India Cricket Team Team India Team India Border-Gavaskar Trophy