Advertisment

Joe Root breaks Sachin Tendulkar Record: টেস্টে শচীনের বেশি রানের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট! ভারতীয় কিংবদন্তিকে সরিয়ে এখন সেরা ইংরেজই

New Zealand vs England: শচীন তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের রেকর্ড এখন আর সুরক্ষিত নেই রুটের আয়ত্ত থেকে। সেদিকেই আপাতত লক্ষ্য ইংরেজ তারকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Root breaks Sachin's record

Root breaks Sachin's record: শচীনের রেকর্ড ভেঙে দিলেন রুট (আইসিসি এবং জো রুট টুইটার)

Joe Root become highest 4th innings run-scorer in Test history: ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের রান চেজ করে ইংল্যান্ড ৮ উইকেটে জয় পেল। আর চতুর্থ ইনিংসে দলকে জেতানোর পথে বড়সড় রেকর্ড গড়ে ফেললেন স্বয়ং জো রুট। চতুর্থ ইনিংসে রান চেজ করার সময় শচীনের সর্বাধিক রানের নজির চুরমার করে তাতে থাবা বসালেন জো রুট।

Advertisment

ইংল্যান্ডের তারকা ব্যাটার ১৫ বলে ২৩ রানে অপরাজিত রইলেন ক্রাইস্টচার্চে। সেই রানের ইনিংসের সময়েই রুট ভেঙে দেন শচীনের চতুর্থ ইনিংসে ১৬২৫ রানের কীর্তি। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৪ রানের। সেই রান তুলতে সময় লাগল মাত্র ১২.২ ওভার। ১০০ প্লাস রান চেজ করার সময় যা টেস্টের চতুর্থ ইনিংসে দ্রুততম।

১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেওয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রেম স্মিথের (১৬১১) রান। কিংবদন্তি ভারতীয়র রেকর্ড ভাঙলেন রুট তাঁর থেকে ১১ ইনিংস কম খেলে। চতুর্থ ইনিংসে ৪৯ ইনিংসে রুটের রান দাঁড়াল ১৬৩০। দুটো শতরান, আটটা ফিফটি সমেত রুটের গড় ৪০ প্লাস।

আরও পড়ুন: গ্রেফতার বিশ্বের ১ নম্বর ওয়ানডে বোলার! গড়াপেটায় তছনছ করা অভিযোগে তোলপাড় বিশ্ব

তবে রুটের এই রানের মোট ৬২০ রান কাজে এসেছে ইংল্যান্ডের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় একমাত্র দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের রান ১০০০ পেরিয়েছে। টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।

ক্রাইস্টচার্চ টেস্টের প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অভিষেককারী নাথান স্মিথের বলে ৪ বলে শূন্য করে ফিরতে হয় রুটকে। ১৫০ তম টেস্ট ম্যাচে ডাক করার কীর্তিতে রুট ছুঁয়ে ফেলেছিলেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিংকে।

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান

১৬৩০* – জো রুট (৪৯ ইনিংস)

১৬২৫ – শচীন তেন্ডুলকার (৬০ ইনিংস)

১৬১১ – গ্রেম স্মিথ (৪১ ইনিংস)

১৬১১ – অ্যালিস্টার কুক (৫৩ ইনিংস)

১৫৮৭ – শিবনারায়ণ চন্দ্রপল (৪৯ ইনিংস)

১৫৫২ – রাহুল দ্রাবিড় (৫৬ ইনিংস)

England Test cricket Sachin Tendulkar New Zealand Cricket Team England Cricket Team New Zealand
Advertisment