/indian-express-bangla/media/media_files/2024/12/07/wByaAU5TIp3HZIs0HkUO.jpg)
Harbhajan Singh on Sydney Test: এডিলেড টেস্টও কি সিডনি টেস্টেরই ছায়া, উঠছে প্রশ্ন। (ছবি- টুইটার)
Harbhajan Singh on Sydney Test monkeygate Andrew Symonds Steve Bucknor umpiring Controversy: এডিলেড টেস্টে আম্পায়ারিং নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ভারতীয় খেলোয়াড়রা আম্পায়ারিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন যে, আম্পায়াররা অস্ট্রেলিয়ার হয়ে পক্ষপাতিত্ব করছেন। এই পরিস্থিতিতে ২০০৮ সালের বিতর্কিত সিডনি টেস্ট নিয়ে সরব হলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি অভিযোগ করেছেন, ওই ম্যাচের আম্পায়ার স্টিভ বাকনর, 'অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক করেছিলেন।'
২০০৮ সালের ওই ম্যাচ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর একটি। ওই ম্যাচ ঘিরে প্রচুর বিতর্ক হয়েছিল। সেই ম্যাচে অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিং-এর মধ্যে 'মাঙ্কিগেট' বিবাদ সংবাদ শিরোনাম হয়েছিল। কিন্তু তারচেয়েও বড় ব্যাপার হল, ম্যাচের তিন আম্পায়ারকেই স্ক্যানারের আওতায় আনা হয়েছিল। এডিলেড টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে হরভজন সেই সব প্রসঙ্গ টেনে এনেছেন। প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেছেন, স্টিভ বাকনর সেই সিরিজে 'অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন।'
হরভজনের বক্তব্যের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ওই ম্যাচে বাকনর অনেক সিদ্ধান্তই ঠিকঠাক দেননি। আবেদন করার পরও সঠিক সিদ্ধান্ত নেননি। একটা সময় রিকি পন্টিং ক্যাচ দিয়ে নিজেই নিজেকে আউট দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। সেই সিরিজে বাকনরের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খুব ভালো খেলেছেন। বোধহয় দ্বাদশতম খেলোয়াড় হতে চেয়েছিলেন।'
When the topic is umpiring during the 2007-08 #BorderGavaskarTrophy, @harbhajan_singh doesn't hold back! 🫣#AUSvINDOnStar 2nd Test, Day 2 👉 LIVE NOW! | #ToughestRivalrypic.twitter.com/Y7PDGLJHMA
— Star Sports (@StarSportsIndia) December 7, 2024
বাকনর অবশ্য ইতিমধ্যেই ওই বিতর্কিত সিরিজ নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ স্বীকার করেছেন। ২০২০ সালের জুলাইয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, '২০০৮ সালে সিডনি টেস্টে আমি দুটো ভুল করেছিলাম। একটা ভুল হল ভারত আবেদন করার পরও একজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে দিয়েছিলাম। তারপরও একটা ভুল হয়েছিল। ম্যাচে ভারতকে তার খেসারত দিতে হয়েছিল। পাঁচ দিনের মধ্যে দুটি ভুল। কিন্তু, আমিই কি একমাত্র আম্পায়ার যে এক টেস্টে দুটি ভুল করল? তবুও সেই ভুলগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।'
আরও পড়ুন- ভিসা রেডি, ভারতীয় দলের দুরবস্থা দেখে তড়িঘড়ি অস্ট্রেলিয়া প্লেনে চাপানো হচ্ছে এই সুপারস্টারকে
বাকনর এই সব ভুলের কথা বললেও, সেগুলো তাঁর ইচ্ছাকৃত ছিল বলেই অভিযোগ করেছে ভারতীয় দল। সিডনির ওই টেস্টে ভারত ১২২ রানে হেরেছিল।