Harbhajan Singh on Mohammed Siraj and Travis Head send off row: হায়দরাবাদে এলেই অ্যারেস্ট করা হোক ট্র্যাভিস হেডকে! DSP সিরাজকে বিস্ফোরক পরামর্শ হরভজনের

IND vs AUS, Pink Ball Test: ভারতে এলে ট্র্যাভিস হেডকে গ্রেফতার করার বড় পরামর্শ হরভজনের। সিরাজ সম্প্রতি তেলেঙ্গানার এসপি পদে নিযুক্ত হয়েছেন।

IND vs AUS, Pink Ball Test: ভারতে এলে ট্র্যাভিস হেডকে গ্রেফতার করার বড় পরামর্শ হরভজনের। সিরাজ সম্প্রতি তেলেঙ্গানার এসপি পদে নিযুক্ত হয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harbhajan, Siraj, Head, হরভজন, সিরাজ, হেড

Harbhajan-Siraj-Head: হেডের সঙ্গে বিতর্কে সিরাজের পাশেই হরভজন। (ছবি:স্ক্রিনগ্র্যাব এবং টুইটার)

Harbhajan Singh on Mohammed Siraj and Travis Head send off row during day night pink ball test: ট্রাভিস হেড ইস্যুতে ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে বিরাট পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার তথা ধারাভাষ্যকার হরভজন সিং। হেড হায়দরাবাদে এলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে রসিকতার সুরে হরভজন বলেন, 'ডিএসপি সাহেব, ও হায়দরাবাদে এলে ওঁকে গ্রেফতার করে নেবেন।' হরভজনের একথা বলার কারণ, সম্প্রতি সিরাজ নিজের রাজ্য তেলেঙ্গানায় পুলিশ সুপার নিযুক্ত হয়েছেন। 

Advertisment

একথা বলার পরই অবশ্য হরভজন হেসে বলেন, 'আমি মজা করে ব্যাপারটা বললাম। আসলে আপনাদের প্রতি শুভকামনা রইল। আশাকরি, লক্ষ্যে স্থির থাকতে পারলে ভারত জিততে পারবে। আর, আপনি ট্রাভিস হেডকে প্রথম বলেই আউট করতে পারবেন।' হেড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। 

Advertisment

হেডের সঙ্গে সিরাজের এই বিবাদের সূত্রপাত হয়েছিল শনিবার এডিলেড ম্যাচের দ্বিতীয় দিন। দুর্দান্ত ১৪০ রান করা হেডকে অসাধারণ এক ইনস্যুইং ইয়র্কারে বোল্ড করেন সিরাজ। সেই সময় সিরাজের সঙ্গে হেডের কিছু কথাবার্তা হয়। তারপরই দেখা যায় যে সিরাজ হেডকে ড্রেসিরুমের দিকে ঈশারা করছেন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। 

আরও পড়ুন- আমাকে মাঠে গাল পেড়ে এখন মিথ্যা কথা বলছে! হেডকে 'মিথ্যাবাদী' দাগিয়ে নতুন বোমা সিরাজের

এডিলেডে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সিরাজ তাঁর অবস্থান স্পষ্ট করার জন্য সংবাদমাধ্যমের সামনে হাজির হন। তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন হরভজন। সেই সময় সিরাজ বলেন, 'আমি বোলিংটা ভালোই উপভোগ করছিলাম। ভালো লড়াই হচ্ছিল। ও ভালোই ব্যাটিং করছিল। আমার বেশ ভালো একটা বলেও ছয় মেরেছিল। আমার পালটা জেদ চেপে গিয়েছিল। সেই জন্য আউট করার পর আমি শুধু সেটা উপভোগ করছিলাম। সেই সময় ও গালাগালি দেয়। টিভিতে স্পষ্ট দেখা গিয়েছে। ভালো করে দেখলে দেখবেন, শুরুতে আমি একটাও কথা বলিনি। কিন্তু, সাংবাদিক বৈঠকে ও এসে দাবি করল, আমাকে নাকি ভালো বল করেছি, বলেছে। এটা ডাঁহা মিথ্যা। সকলে চাইলে ভালো করে আবার ওই ঘটনার হাইলাইটসটা দেখুক।' 

Sunrisers Hyderabad Harbhajan Singh police Test cricket Cricket News Indian Cricket Team Mohammed Siraj Telengana Arrest Australia Cricket Team Travis Head Team-India Team India Border-Gavaskar Trophy