/indian-express-bangla/media/media_files/2024/12/07/hzLy73yCpvmnjbnU3QJ5.jpg)
Siraj vs Head: সেন্ড অফ বিতর্কে উত্তাল বর্ডার গাভাসকার ট্রফি (টুইটার)
Travis Head Mohammed Siraj send off row: বর্ডার গাভাসকার ট্রফিতে মশলা দরকার ছিল। প্ৰয়োজন ছিল স্ফুলিঙ্গের। সেটাই করে দিয়েছে মহম্মদ সিরাজ বনাম ট্র্যাভিস হেড সেন্ড অফ বিতর্ক। আউট হওয়ার পর সিরাজ যেভাবে তাঁকে সেন্ড অফ দিয়েছিলেন, তাতে খোলামেলা অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্র্যাভিস হেড। বলে দিয়েছেন, গোটা ঘটনা যেদিকে গড়িয়েছে, তাতে তিনি হতাশ।
আউট করেই আগুনে ভাবভঙ্গি সমেত চোখ রাঙান সিরাজ। তারপরেই হেড ম্যাচের পরে বলেন, "আমি ওঁকে বলেছিলাম, ওয়েল বোল্ড, তবে ও অন্য কিছু বুঝল। ও আমাকে যখন প্যাভিলিয়নে দিকে আঙুল তুলে নির্দেশ দিল, তখন আমিও পাল্টা দিলাম। অতীতের কয়েকটা ইনিংস থেকে যেভাবে গোটা বিষয়টি গড়াল, তাতে আমি রীতিমত হতাশ। ঘটনা হল এটাই। এভাবে যদি ওঁরা প্রতিক্রিয়া ব্যক্ত করে, নিজেদের প্রতিনিধিত্ব করে, তাহলে সেটাই হোক।"
A century, a send-off, Travis Head reflects on a day full of action #AUSvINDpic.twitter.com/cNRZ5lxnSz
— cricket.com.au (@cricketcomau) December 7, 2024
তবে সিরাজ সরাসরি হেডকে মিথ্যাবাদী বলে দিচ্ছেন। পাল্টা সিরাজ স্টার স্পোর্টস-এ তৃতীয় দিন ম্যাচ শুরুর আগে বলে দিয়েছেন, "ভালো লড়াই ছিল। ওঁকে বল করা বরাবর পছন্দ করি। ১৪০ রানের দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে ও। তবে যে কোনও বোলার ভালো বলে ছক্কা হজম করলে একটু বিরক্ত হয়। তখন ভিতরের প্যাশন বেরিয়ে আসে। ওঁকে আউট করার পরে আমি সেলিব্রেটই করছিলাম। তবে ও আমাকে গালি দিয়েছিল।"
আরও পড়ুন: ভিসা রেডি, ভারতীয় দলের দুরবস্থা দেখে তড়িঘড়ি অস্ট্রেলিয়া প্লেনে চাপানো হচ্ছে এই সুপারস্টারকে
"ও আমার প্রশংসা করেছিল, এটা সর্বৈব মিথ্যা। সকলেই দেখেছে ও টিভিতে কী বলেছে! আমি উদযাপনে ব্যস্ত ছিলাম। তবে কথার লড়াই শুরু করেছিল ও নিজেই। প্রেস কনফারেন্স-এ ও যে বলল, ও নাকি 'ওয়েল বোল্ড' বলেছে, এটা একদম মিথ্যা। ভালো করে সকলে আবার সেই ঘটনার হাইলাইটস দেখুক।"
Stunning revelation! @mdsirajofficial breaks his silence on his verbal clash with #TravisHead during Day 2 of the pink-ball Test! 😳
— Star Sports (@StarSportsIndia) December 8, 2024
PS. Don't miss @harbhajan_singh's advice to DSP Sahab! 🫣#AUSvINDOnStar 2nd Test, Day 3 👉 LIVE NOW! | #ToughestRivalry#BorderGavaskarTrophy… pic.twitter.com/x0IqMVG1Ir
"আমরা কাউকেই অসম্মান করি না। প্রত্যেক ক্রিকেটারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ক্রিকেট ভদ্রলোকের খেলা। তবে আউট হওয়ার পর ও যে ভাবভঙ্গি করল, সেটা অযাচিত।" গোটা ঘটনায় সিরাজের সমালোচনা করেছেন স্বয়ং সুনীল গাভাসকার।
তবে হরভজন স্টার স্পোর্টস-এর তরফে সিরাজের সাক্ষাৎকার নিচ্ছিলেন। তিনি সিরাজকে সমর্থনই জানিয়েছেন। বলে দিয়েছেন, "সিরাজ একদম সঠিক ছিল। (যে বলে ও ট্র্যাভিস হেডকে আউট করল) এই বল ও আজীবন মনে রেখে দেবে। এবং অবশ্যই ট্র্যাভিস হেড 'ওয়েল বোল্ড' বলেনি। গোটা অস্ট্রেলিয়াও হয়ত এটা দেখেছে। তুমি (সিরাজ) একদম ঠিক করেছ। ও (হেড) কখনই ওয়েল বোল্ড বলেনি। অস্ট্রেলিয়ানরা কারোর প্রশংসা করে না। অতীতে বেশ কয়েকবার ওঁদের মোকাবিলা করেছি। নিজের জন্য তোমার গর্বিত হওয়া উচিত। তুমি দারুণ খেলেছ।"