/indian-express-bangla/media/media_files/2024/12/10/9p5ohhjC9z5dKl8VLDVE.jpg)
India fan kicked out: ভারতীয় সমর্থককে ঘাড়ধাক্কা (ছবি- টুইটার)
Controversy at Adelaide Oval: India Fan Ejected for Sandpaper Stunt in IND vs AUS Test: এডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন 'স্যান্ডপেপার' নাড়ায় স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে এক ভারতীয় সমর্থককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের টেস্ট জার্সি পরা এক ব্যক্তিকে গ্যালারি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর হাতে ধরা 'স্যান্ডপেপার'। বর্ডার-গাভাসকার ট্রফি নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই বেড়েছে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজে মাত্র দুটো ম্যাচ খেলা হয়েছে। তারই মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে ট্রাভিস হেড ও মহম্মদ সিরাজের বিতণ্ডা সিরিজের উত্তেজনা বাড়িয়েছে। তারই মধ্যে গ্যালারিতে এক ভারতীয় সমর্থকের ভিডিও সামনে এল। তাঁকে বের করে দিয়েছেন এডিলেড ওভালের নিরাপত্তারক্ষীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ভারতের টেস্ট জার্সি পরা এক সমর্থককে স্যান্ডপেপারের টুকরো নাড়তে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে রক্ষীরা যখন নিয়ে যাচ্ছিল, তখন অন্য ভক্তরা তাঁকে নিয়ে ঠাট্টা করছেন। এই 'স্যান্ডপেপার' আসলে ২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারিকে বোঝাতে চেয়েছে। সেই কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে বল স্ক্র্যাচ করার কথা স্বীকার করেছিলেন। এই কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় স্মিথ, ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক এবং সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
অভিযোগ উঠেছিল যে- স্মিথ, ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট তাঁদের প্যান্টের ভিতরে স্যান্ডপেপারের টুকরো রেখে ধরা পড়েছিলেন। তাঁদেরকে একবছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। স্মিথ এবং ওয়ার্নার আন্তর্জাতিক কেরিয়ারে ফিরলেও ব্যানক্রফট এখনও অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফিরতে পারেননি।
"An Indian fan was kicked out of the stadium for showing sandpaper during the India vs Australia Test match in Adelaide . #AUSvIND#INDvsAUSpic.twitter.com/kYK0zInYSv
— Evil Kicks Money (@EvilkicksMoney) December 9, 2024
গোলাপি বলে টেস্টে পরাজয়ের পর ফের জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এডিলেড টেস্ট মাত্র তিন দিন চলেছে। কিন্তু, তার বিতর্ক এখনও চলছে। যার মধ্যে সমর্থকের ভিডিওটি সাম্প্রতিকতম। পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করার পর ভারত এডিলেডে খেলতে নেমেছিল। কিন্তু, মিচেল স্টার্ক ছয় উইকেট নেন। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রানে অলআউট হয়ে যায়। তার মধ্যেই ট্র্যাভিস হেড ১৪১ বলে দুর্দান্ত ১৪০ রান করেন। যার দৌলতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান তোলে। চারটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। পরে হেডকে আউট করে তাঁকে প্যাভিলিয়ন ইঙ্গিত করেন সিরাজ। যা নিয়ে বিতর্ক ছড়ায়। ওই ঘটনায় বিতণ্ডায় জড়ানোয় হেড এবং সিরাজ, দু'জনকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন- ভদ্রলোকের খেলায় কেন আজেবাজে কাজ! অস্ট্রেলিয়ায় সিরাজের অসভ্যতায় এবার সরব কাইফও
ভারতের ব্যাটাররা গোলাপি বলে অস্ট্রেলিয়ান পেসারদের সামলাতে পারেননি। অধিনায়ক প্যাট কামিন্স পাঁচ উইকেট নিয়েছেন। ভারত ১৭৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৯ রানের লক্ষ্যমাত্রা ছিল। তৃতীয় দিনের প্রথম সেশনেই সেই লক্ষ্য পূরণ করে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট গাব্বায় হবে। ব্রিসবেনের গাব্বাতেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল। এবারের ম্যাচ শনিবার শুরু হবে।