Pink Ball Test: গোলাপি টেস্টের আগেই বজ্রপাত অস্ট্রেলিয়ার! সেরার সেরা দুই তারকাকে পাবে না অজিরা! অ্যাডভান্টেজ এবার ভারত-ই

Border Gavaskar Trophy: ভারতের কাছে প্ৰথম টেস্টে শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া। পারথে হারের পর বদলার ম্যাচে নামছে অস্ট্রেলিয়া। মিশন এডিলেডে।

Border Gavaskar Trophy: ভারতের কাছে প্ৰথম টেস্টে শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া। পারথে হারের পর বদলার ম্যাচে নামছে অস্ট্রেলিয়া। মিশন এডিলেডে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AUS: Team India point table after Perth test

IND vs AUS: ট্র্যাভিস হেডকে আউট করার পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস (বিসিসিআই)

Australia vs India 2nd Test at Adelaide: ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে শুক্রবার থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টেও সম্ভবত খেলতে পারবেন না মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যম সেন নেটওয়ার্ক-এ বলা হয়েছে এডিলেডে দ্বিতীয় টেস্টে শন মার্শ প্ৰথম এগারোয় জায়গা পেলেও পিঠে ব্যথার যা পরিস্থিতি তাতে বোলিং করতে পারবেন না।

Advertisment

পারথে হারা ম্যাচে চতুর্থ বোলিং অপশন হিসাবে মার্শ মাত্র ১৭ ওভার বোলিং করেছিলেন। পিঠে ব্যথার জন্যই মার্শ আপাতত পিঙ্ক বলের টেস্টে অনিশ্চিত। আর এর মধ্যেই অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের অন্তর্ভুক্তি আরও জল্পনা জোরালো করেছে।

মার্শের সঙ্গেই চোটের আশংকায় রয়েছেন স্টিভ স্মিথ। মঙ্গলবার অনুশীলনে স্মিথ থ্রো ডাউন নিচ্ছিলেন সতীর্থ মার্নাস লাবুশেনের কাছ থেকে। সেই সময়েই একটা থ্রো সজোরে আছড়ে পড়েছিল ডান হাতের বুড়ো আঙুলে। যন্ত্রণায় কাতরে ওঠার পর স্মিথকে দেখা গিয়েছিল ফিজিওর শুশ্রূষা নিতে। অনুশীলন সমাপ্ত না করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

Advertisment

আরও পড়ুন: নিজের মেয়েকেই বড় চাকরি দিলেন শচীন, নিজেরই কোম্পানিতে! এক পোস্টেই ঝড় মাস্টার ব্লাস্টারের

স্মিথ অথবা মার্শের সর্বশেষ কন্ডিশন নিয়ে কোনও আপডেট না থাকলেও অজি নির্বাচকরা কভার হিসাবে ওয়েবস্টারকে অন্তর্ভুক্ত করেছেন স্কোয়াডে। এমনিতেই চোট পেয়ে জোশ হ্যাজেলউড ছিটকে গিয়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। এরপরে মার্শ না খেলতে পারলে বড়সড় ধাক্কা খাবে অজি শিবির।

বিউ ওয়েবস্টার সম্ভবত খেলবেন। দ্বিতীয় মুখ হিসাবে সেক্ষেত্রে আত্মপ্রকাশ করতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডন ডগার্ট অথবা শন আবটের মধ্যে কোনও একজনের।

ফক্স স্পোর্টস আবার বলছে, মার্শের বদলি হিসাবে ওয়েবস্টার অথবা জস ইংলিশকে খেলানো হতে পারে। ভারত শুক্রবার এডিলেড ওভালে সিরিজে ১-০ এগিয়ে থাকা অবস্থায় খেলতে নামবে।

Steve Smith Cricket Australia Australia Australia Cricket Team Border-Gavaskar Trophy Mitchell Marsh