Advertisment

Yashasvi Jaiswal teases Michael Starc: এত স্লো বল করছ কেন! পারথে দাঁড়িয়ে স্টার্ককেই স্লেজিং জয়সওয়ালের, দেখুন সুনামি ভিডিও

IND vs AUS 1st Test of Border Gavaskar Trophy: দুরন্ত হাফসেঞ্চুরি করে ফেলেছেন যশস্বী। কেএল রাহুলও অন্যপ্রান্তে ফিফটির মুখ দেখেছেন অপটাস স্টেডিয়ামে। ভারত বিশাল লিডে এগিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Yashasvi Jaiswal teases Michael Starc

Yashasvi Jaiswal teases Michael Starc: স্টার্ককে রাগিয়ে দিলেন এবার জয়সওয়াল (স্ক্রিনগ্র্যাব, টুইটার)

Yashasvi Jaiswal teases Michael Starc in Perth Test: ধর্মশালা টেস্টে জেমস আন্ডারসনের কাছে শুভমান গিলের প্ৰশ্ন ছিল, কবে অবসর নিচ্ছ? পারথ টেস্টের দ্বিতীয় দিনে যশস্বী জয়সওয়াল স্লেজিংয়ের পথে হাঁটলেন এবার স্বয়ং মিচেল স্টার্ককে। ক্লান্ত অজি স্পিডস্টারকে খোঁচা দিয়ে বলে দিলেন, "বড্ড আস্তে বল করছ!"

Advertisment

ভারতীয় ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। স্টার্কের বল সোয়াইপ করে বাউন্ডারিতে আছড়ে ফেলার পর কমেন্ট্রি বক্সে মুগ্ধ হয়ে ধারাভাষ্যকার কেরি ও কিফ বলে দিয়েছিলেন, "পরিসংখ্যান থেকে স্পষ্ট এই ছেলেকে কখনই সোজাসুজি বল করা যাবে না। তাহলে দূরে গিয়ে পড়তে হবে (বল)। এটা একটা দুর্ধর্ষ ক্রিকেট শট। স্টার্কের বল অনেকটা সোজাসুজি ছিল। আর ও এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা হুইপার (বল আছড়ে ফেলা)। জয়সওয়াল ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলছে।"

আরও পড়ুন: টিম ইন্ডিয়া-বুমরার জাল রিপোর্টে গাভাসকারের নাম! আইনি যুদ্ধের হুঁশিয়ারি কিংবদন্তির, তুঙ্গে হৈচৈ

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের পূর্বাভাস করেছিলেন, জয়সওয়ালের এই বাউন্ডারির পর কিছুটা চেগে উঠবেন স্টার্ক। ভন বলছিলেন, "স্টার্ক কোন তৈরি করে বল করার চেষ্টা করছে। তবে এটা দারুণ পিক আপ শট ছিল। বাউন্ডারি লাইন অনেকটা দূরে। আর একটা বাউন্সে বল বাউন্ডারি পেরোল। স্টার্ক এরপরে চিন মিউজিক শোনালে অবাক হব না। মিচেল স্টার্ককে মাঝেমধ্যেই বিধ্বংসী স্পেল করতে দেখেছি। তবে ওঁদের এটা বদলাতে হবে।"

পরের বলেই স্টার্কের বলের গতি ছুঁয়ে ফেলল ১৪১ কিমি প্রতি ঘন্টায়। আর কভার ড্রাইভ হাঁকাতে যাওয়া জয়সওয়ালের ব্যাট গতিতে পরাস্ত করেন স্টার্ক। পরের বল জয়সওয়াল ট্রেডমার্ক ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করেন। তারপরেই অজি গ্রেটকে খোঁচা দিয়ে বলে দেন, "বড্ড আস্তে বল করছ!" স্টার্ক কথার জবাব না দিয়ে হাসিমুখেই বোলিং মার্কে ফেরত যান। ওভার শেষ করেন ১৪৫ কিমি গতির ডেলিভারিতে।

অস্ট্রেলিয়ার প্ৰথম ইনিংসে ব্যাটিংয়ের সময় স্টার্ক কথার লড়াইয়ে জড়িয়েছিলেন হর্ষিত রানার সঙ্গে। কেকেআরের সতীর্থ তাঁকে বাউন্সারে ভাসানোর পর স্টার্ক বলে দেন, "হর্ষিত আমি কিন্তু তোমার থেকেও জোরে বল করি। আমার স্মৃতিশক্তি বেশ প্রখর।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Yashasvi Jaiswal Team-India Team India Team India
Advertisment