India vs Australia: কোহলি, বুমরাকে নিয়ে তাঁর নামে ভুয়ো প্রতিবেদন প্রকাশের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। পার্থের অপটাস স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চলাকালীন একটি ওয়েবসাইট তাঁর নামে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। তার বিরুদ্ধেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকার আইনি পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন।
ওই ওয়েবসাইট শুক্রবার সন্ধ্যায় গাভাসকারের নামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। যার শিরোনাম, 'নেতৃত্বে নতুন যুগ: বুমরার অধিনায়কত্ব ও কোহলির নেতৃত্ব টিম ইন্ডিয়াকে পুনরুজ্জীবিত করল।' শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই প্রতিবেদনে গাভাসকারের নামে প্রকাশিত হয়েছে। যেখানে গাভাসকার জসপ্রীত বুমরা ও বিরাট কোহলির প্রশংসা করেছেন।
কিংবদন্তি ভারতীয় ব্যাটার তার প্রেক্ষিতে জানিয়েছেন যে তিনি ওইরকম কোনও প্রতিবেদন লেখেননি। ১৯৮৩ বিশ্বকাপজয়ী গাভাসকার এনিয়ে শনিবার সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে তিনি ওই প্রতিবেদনটিকে, 'জাল' বলে দাবি করেছেন।
ভিডিওটি শেয়ার করে গাভাসকার লিখেছেন, 'ইন্টারনেটে যা দেখেছেন, সেটা কখনও বিশ্বাস করবেন না।' ভিডিওটিতে প্রাক্তন ভারতীয় ব্যাটার বলেছেন, 'হাই, আমি হলাম সুনীল গাভাসকার। আমি বলতে চাই যে একটি ওয়েবসাইট আমার নামে একটি প্রতিবেদন ছাপিয়েছে। আমি স্পষ্ট জানাতে চাই যে, ওই প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়ো। আমি সেখানে মোটেও লিখিনি। আমি সেই কারণে ওই ওয়েবসাইটটিকে অবিলম্বে এই প্রতিবেদন মুছে দেওয়ার জন্য অনুরোধ করছি।"
আরও পড়ুন: টি২০-তে সেঞ্চুরির হ্যাটট্রিক তিলকের! ৬৬ বলে ১৫১ করে একাই হিলিয়ে দিয়ে রেকর্ডের পাহাড়ে তারকা
"আমি চাই, ওরা যেন অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে। যদি সেটা অবিলম্বে না করে, তবে আমি আইনি পদক্ষেপ নেব। তাই, আপনারা যা পড়েছেন, তার একটি শব্দও বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণই এক ভুয়ো প্রতিবেদন, যেখানে আমাকে দায়ী করা হয়েছে।'
পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাসকার ট্রফি টেস্টের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারত অস্ট্রেলিয়াকে মাত্র ১০৩ রানে গুটিয়ে দিয়েছে। জসপ্রীত বুমরা ও হর্ষিত রানা মিলে আট উইকেট তুলে নিয়েছেন। বুমরা ৫টি ও রানা ৩টি উইকেট নিয়েছেন। যার জেরে ভারত ৪৬ রানের লিড পেয়েছে।
তার আগে জশ হ্যাজেলউড চার উইকেট নিয়ে ভারতকে মাত্র ১৫০ রানে আটকে দেন। সিরিজ শুরুর আগে, গাভাসকার বলেছিলেন যে রোহিত শর্মা প্রথম টেস্ট মিস করলে বুমরাকেই গোটা বর্ডার-গাভাসকার ট্রফিতে অধিনায়ক রাখা উচিত। রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারছেন না।
কারণ, তাঁর স্ত্রী রীতিকা সাজদেহ সম্প্রতি মা হয়েছেন। রোহিতের দ্বিতীয় সন্তান হয়েছে। এই প্রসঙ্গে গাভাসকার বলেছিলেন, 'অধিনায়কের জন্য প্রথম টেস্ট খেলাটা গুরুত্বপূর্ণ। চোট থাকলে সেটা আলাদা। কিন্তু, যদি তাঁকে কোনও কারণে পাওয়া না যায়, তাহলে সহকারি অধিনায়ক রীতিমতো চাপে থাকবে। আমি শুনেছি যে রোহিত শর্মা প্রথম ম্যাচে খেলবে না। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টই শুধু না। আমি মনে করি, নির্বাচক কমিটির গোটা অস্ট্রেলিয়া সফরের জন্যই দলের অধিনায়ক বাছা উচিত। আর, রোহিত শর্মাকে বলে দেওয়া উচিত যে ও এই সিরিজে শুধুমাত্র একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলবে।'