Advertisment

Rift in Australia Dressing Room: ব্যাটারদের জন্য হারতে হল পারথে! গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়ে ফুঁসে উঠলেন এবার জস হ্যাজেলউড

India vs Australia first Test: প্ৰথম টেস্টে শোচনীয়ভাবে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তারপরই অজি ড্রেসিংরুমে ভাঙনের ইঙ্গিত পাওয়া গেল। মন্তব্য করলেন হ্যাজেলউড।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Josh Hazlewood, India vs Australia

Josh Hazlewood on Cricket Australia: হেরে দলের ব্যাটারদের দুষলেন হ্যাজেলউড (টুইটার)

Josh Hazlewood comment implies rift in Aussie dressing room: ভারতের কাছে হারের পরই অস্ট্রেলিয়া দলের মধ্যে ফাটল ধরেছে। জোশ হ্যাজলউডের মন্তব্যের জেরে এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

Advertisment

তৃতীয় দিন খেলার শেষে সাংবাদিক বৈঠকে হ্যাজলউডকে জিজ্ঞাসা করা হয়েছিল অস্ট্রেলিয়ার চতুর্থ দিনের কৌশলটা কী? জবাবে রীতিমতো খেপে গিয়ে হ্যাজলউড বলেছিলেন, 'আপনারা ব্যাটারদের এই প্রশ্নটি করুন। আমি বিশ্রাম পাইন। ফিজিওর সাহায্য নিচ্ছি আর চিকিত্সা করাচ্ছি। আমি পরবর্তী টেস্টের দিকে তাকিয়ে আছি, যদি ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে কিছু করতে পারি।'

হ্যাজলউড আরও বলেন, 'আমার মনে হয় অস্ট্রেলিয়ার ব্যাটাররা যা করছেন, সেদিকে তাঁদের আরও বেশি করে নজর দেওয়া উচিত। তার প্রস্তুতিতে লেগে থাকা উচিত। তারাই সকালে খেলবে। আর, প্রথম ইনিংসে কী করেছিল, সেনিয়ে তাঁদের আলোচনা করা উচিত।

আরও পড়ুন: দেশি-বিদেশি স্পিডগান, সঙ্গে নারিন-রাসেলের তাণ্ডব! নিলামের পরে KKR-এর সেরা একাদশ চমকে দেওয়ার মতই

আর, কীভাবে সেই পরিস্থিতি থেকে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, সেদিকে তাঁদের নজর দেওয়া উচিত।' এসব শুনে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার গিলক্রিস্ট মনে করছেন যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ড্রেসিংরুমে ফাটল ধরেছে।

পার্থ টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়ে আলোচনার সময় গিলক্রিস্ট এই প্রসঙ্গে বলেছেন, 'আমার তো মনে হয় বিভাজন তৈরি হয়েছে। সত্যিই, হয়েছে কি না জানি না। হয়তো, আমি বেশিই ভাবছি।'

এই নিয়ে গিলক্রিস্ট তাঁর সঙ্গে সহমত কি না, সেই ব্যাপারে প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারকেও জিজ্ঞাসা করেন। ওয়ার্নার বলেছেন, 'আমি মনে করি, সিনিয়র খেলোয়াড়দের আরও বেশি করে দায়িত্ব নেওয়া দরকার। বিশেষ করে তিনি যখন দলের প্রতিনিধিত্ব করছেন। তখন ব্যাটারদের নিজের ক্ষমতার ওপরে উঠে ব্যাটিং করা উচিত।'

ওয়ার্নার আরও বলেন, 'এই মুহূর্তে ব্যাটাররা খুব বেশি রান তুলতে পারেননি। সেই কারণেই সিনিয়র বোলার হিসেবে হ্যাজলউড সেটা মেনে নিতে পারেননি। তবে, আমার মনে হয় না যে, অস্ট্রেলিয়া দলে কোনও বিভাজন আছে। তবে, সেরা দলগুলোতেও দেখা যায় যে, দীর্ঘদিন পরে একটা কঙ্কালসার চেহারা ফুটে ওঠে। আমি মনে করি না যে, এটা কোনও বিভাজন।'

ওয়ার্নার এসব বললেও হ্যাজেলউডের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, 'প্রকাশ্যে, আমি কখনও কোনও অস্ট্রেলিয়ানকে বোলার ও ব্যাটারদের মধ্যে বিভাজন করতে শুনিনি। খেলাটা ১১ জনের। সেখানে প্রত্যেক খেলোয়াড়কেই ব্যাট করতে হবে। এটাই মূল কথা। কোনও খেলোয়াড় এক ম্যাচ শেষের আগেই বলছেন যে পরের ম্যাচ নিয়ে ভাবছি, এটাও আমি শুনিনি। স্পষ্টই বোঝা যাচ্ছে যে একটা ক্ষোভ কাজ করছে। যা অতীতে অস্ট্রেলিয়ার মধ্যে দেখিনি। বরং অস্ট্রেলিয়ানদের মধ্যে একতা এবং আত্মিক ভাবটা সবসময় ছিল।'

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় এবং প্রধান কোচ রবি শাস্ত্রী হ্যাজলউডের মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করেছেন যে, পার্থ স্টেডিয়ামে ব্যাকফুটে চলে গিয়ে অস্ট্রেলিয়া শিবিরে 'মানসিক ফাটল' দেখা দিয়েছে। এই ব্যাপারে শাস্ত্রী বলেন, 'মানসিক ফাটল তো অবশ্যই ধরেছে। ৩০-৪০ বছর ধরে অস্ট্রেলিয়ায় খেলতে আসছি। এই প্রথম কোনও ভারতীয় দল অনুভব করল যে, তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো। আমার মনে হয় না যে, কোনও ভারতীয় দল এমনভাবে ভাবার সুযোগ পেয়েছে। তারা এতদিন চুপচাপ ভাবত, আমাদের এখানে হারাতে হবে।'

Cricket Australia Australia Cricket News Australia Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment