Advertisment

KKR predicted Playing XI after IPL Auction 2025: দেশি-বিদেশি স্পিডগান, সঙ্গে নারিন-রাসেলের তাণ্ডব! নিলামের পরে KKR-এর সেরা একাদশ চমকে দেওয়ার মতই

IPL KKR Team Auction 2025 Players List, Squad: নিলামের আগে ছয় জন তারকাকে নিলামের আগেই রিটেন করেছিল কেকেআর। তাই আরটিএম কার্ড ব্যবহারের সুবিধা পায়নি নাইটরা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR in IPL Auction

KKR-IPL Auction: আইপিএল নিলামে কেকেআর (গৌতম গম্ভীর টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

IPL KKR Team 2025 Players List Squad Predicted Playing XI: অধিনায়ক বদলালেও আইপিএল নিলামে চ্যাম্পিয়ন দল ধরে রাখার চেষ্টা চালাল কেকেআর। শ্রেয়সের বদলে কে হবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক?

Advertisment

এই প্রশ্নের মধ্যেই কেকেআরের পুরোনো দল ধরে রাখার চেষ্টা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। তারা বেশি অর্থ দিয়ে হলেও ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে।

এবার তারা দলে রাখল-

ব্যাটসম্যান রিংকু সিং, রোভমান পাওয়েল, অংকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্কা রাহানে। উইকেটরক্ষক কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ।

অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (পেস), আন্দ্রে রাসেল (পেস), সুনীল নারিন (স্পিন), রমনদীপ সিং (পেস), অনুকূল রায় (স্পিন), মইন আলি (স্পিন)।

স্পিনার বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মার্কণ্ডে।

পেসার হর্ষিত রানা, বৈভব অরোরা, অ্যানরিচ নর্টজে, স্পেন্সার জনসন, উমরান মালিক।

আরও পড়ুন: বাইক এনে ধ্বংস করা হল অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম! বিরাট অভিযোগে ছিন্নভিন্ন KKR-এ খেলা সুপারস্টার

সম্ভাব্য একাদশ ১) সুনীল নারিন, ২) কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ৩) অংকৃশ রঘুবংশী, ৪) ভেঙ্কটেশ আইয়ার, ৫) রিংকু সিং, ৬) আন্দ্রে রাসেল, ৭) রমনদীপ সিং, ৮) হর্ষিত রানা, ৯) বরুণ চক্রবর্তী, ১০) বৈভব অরোরা, ১১) অ্যানরিচ নর্তজে, ১২) মণীশ পাণ্ডে/অজিঙ্কা রাহানে।

উদ্বেগের বিষয়: তাদের স্থায়ী অধিনায়কের অনুপস্থিতি। এতে তাদের টুর্নামেন্টে ভোগাতে পারে। তবে, স্থায়ী অধিনায়কের দরকার নেই, এমন ট্রেন্ড যদি তারা আইপিএলে তৈরি করে দিতে পারে, সেটা একটা অভিনব ব্যাপার হবে।

আর, একটা বিষয় হল- কেকেআর গত টিম থেকে যাদের দলে রেখেছে, তার মধ্যে ৯ জনই স্টার্টার হিসেবে ভালো। সেই তুলনায় কিন্তু তারা ফিনিশার দলে নেওয়ার দিকে সেভাবে নজর দেয়নি।

একনজরে কেকেআর: তারা নিলামে পুরোনো দলের অংকৃশ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে এনেছে। মনীশ পাণ্ডে, অজিঙ্কা রাহানেও কেকেআরের সেটআপের সঙ্গে পরিচিত। মিচেল স্টার্কের বদলে নাইটরা অ্যানরিচ নর্টজেকে নিয়েছে। ব্যাক-আপ বিকল্প বোলার হিসাবে রয়েছেন স্পেন্সার জনসন। হর্ষিত রানা, বৈভব অরোরা ও উমরান মালিক বিভিন্ন দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন।

বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন তাদের লিড স্পিনার। এছাড়াও মায়াঙ্ক মার্কণ্ডে, মইন আলি, অনুকূল রায়কেও তারা দলে যুক্ত করেছে। তবে, কেকেআরের পক্ষে উদ্বেগের বিষয় যে তাদের কুইন্টন ডি-কক ও নর্টজে কিন্তু, ফিল সল্ট এবং স্টার্কের সমান মানের পারফরম্যান্স না-ও দিতে পারেন। তারা এক্ষেত্রে ভালো মানের কাউকে নিতে পারেনি, কারণ ভেঙ্কটেশ আইয়ারকে নিতে ২৩ কোটি টাকা খরচ করেছে। সম্ভবত অধিনায়ক ছাড়াও তারা এবার দল চালাতে ভেঙ্কটেশ ও রিংকুর ওপর নির্ভর করবে।

KKR Kolkata Knight Riders IPL ipl auction
Advertisment