Team India Playing XI for pink ball test in Adelaide, Ravichandran Ashwin included: শেষবার যখন আর অশ্বিন পিঙ্ক বলের টেস্ট খেলেছিলেন, সেই ম্যাচে প্ৰথম ইনিংসে চার উইকেট শিকার করেছিলেন। অজিরা যে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিল, তাঁর অন্যতম রূপকার ছিলেন দক্ষিণী স্পিনার।
ভারতের সেই ম্যাচে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার বিপর্যয় অনেককেই ভুলিয়ে দিয়েছে ভারত আসলে সেই টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নিয়েছিল অশ্বিনের সৌজন্যেই। অতীতের সেই পারফরম্যান্সের কথা ভেবেই হয়ত অশ্বিনকে প্ৰথম একাদশে অন্তর্ভুক্ত করা হল এডিলেডে।
রোহিত শর্মা, শুভমান গিল প্ৰথম একাদশে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। নীতিশ রেড্ডি লোয়ার অর্ডারে নেমে যেভাবে ভরসা জুগিয়েছেন পারথে, তাতে ভারতের ব্যাটিং দৈর্ঘ্য নিয়ে অনেকটাই চিন্তামুক্ত টিম ম্যানেজমেন্ট। তাই এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং ফ্যাক্টর মেনে নিয়েই তাঁকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাচক্রে ম্যাচের আগে নেটে পিঙ্ক বল নিয়ে অশ্বিনকে ক্রমাগত বোলিং করতে দেখা গিয়েছিল। রেড্ডিকে ড্রিফটারে ভারহার পরাস্ত করছিলেন। এই ভেন্যুতে অশ্বিন তিন ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন অতীতে। ইকোনমি ২.৬৪।
আরও পড়ুন: দেশ ছাড়লেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ওপেনার! ক্যাপ্টেন হলেন ফুটবল খেলিয়ে দেশের
নেট সেশনের কিছুদিন আগে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল রোহিত শর্মার সঙ্গে লম্বা আলোচনা সারতে। তারপরে গম্ভীর সোজাসুজি অশ্বিনের কাছে গিয়ে তাঁর কাঁধে হাত রাখেন। এবং আরও ১৫-২০ মিনিট আলোচনা করতে দেখা যায়। বৃহস্পতিবার অপশনাল নেট সেশনেও গুটিকয়েক যে কয়েকজন তারকা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অশ্বিন। ব্যাটিংও করেন। এই ছবি যথেষ্ট ইঙ্গিতবাহী।
শেষবার অশ্বিন যখন এডিলেডে খেলেছিলেন, সেই সময় তাঁর শিকারের তালিকায় ছিলেন স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড এবং ক্যামেরন গ্রিন। রোহিত টসের সময় বলে দিয়েছিলেন, "আমরা তিনটে বদল করছি। আমি ফিরছি। গিল এবং অশ্বিনও ফিরছে। ওয়াশি (সুন্দর), পারিক্কল এবং ধ্রুব জুড়েলদের জায়গায়। আমি মিডল অর্ডারে ব্যাট করব। এটা অনেকটাই আলাদা। তবে এই চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।"
অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড
ভারত প্ৰথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), মহম্মদ সিরাজ, হর্ষিত রানা